বিনা চিকিৎসা মৃত্যুর সাথে যুদ্ধ করছে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। sainiktvnews

 sainik tv।। সৈনিক টিভি 

বিনা চিকিৎসা মৃত্যুর সাথে যুদ্ধ করছে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। 

উন্নত চিকিৎসা জন্য প্রধানমন্ত্রী সাহায্যর আবেদন বীর মুক্তিযোদ্ধা

জীবন এ একটা সময় কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন স্বাধীন একটি দেশ উপহার দিবে বাংগালী জাতি কে তাই জীবন বাজি রেখে ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল।অথচ আজ জীবন এর একটা সময় পরাধীন হয়ে  অন্যের কাঁধে ভর করে চলতে হয় এই মহান বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা কে। বাকশক্তি হারিয়ে মুখ আজ পুরাতন স্মতিৃ এলোমেলো কিছু ভাষা বের হয়।  এমনকি চলা ফেরা একধম বন্দ অন্যর উপর নির্ভর হয় উঠে বসতে হয় বিশ্রামের জন্যে যেতে হয় আহার টুকু পর্যন্ত খেতে হয়।


উন্নত চিকিৎসা জন্য প্রধানমন্ত্রী সাহায্যর আবেদন বীর মুক্তিযোদ্ধা
ফাইল ছবি ঃবীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। প্রাইভেট হাসপাতাল 

এত সময় বলছিলাম চট্টগ্রাম  উপজেলার সন্দ্বীপ এর কৃত সন্তান বাংলার বীর সৈনিক বাউরিয়া গ্রামের বাসিন্দা সন্মানিত বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল জলিল  এর কথা।ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দের বছর ধরে এখন বিছানায় পড়ে আছেন তিনি। মুক্তিযোদ্ধা সন্মানি ভাতার অর্থে ওষুধের কিছুটা যোগান হলেও তার চিকিৎসা ও সংসার খরচ যোগাতে পারছে না উনার পরিবারটি। খোজ নিয়ে সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানায় পড়ে আছে তিনি। 

উন্নত চিকিৎসা জন্য প্রধানমন্ত্রী সাহায্যর আবেদন বীর মুক্তিযোদ্ধা
ফাইল ছবি ঃবীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। সি এম এস হাসপাতাল
আরও পড়ুন 
** আর কোন সুযোগ নেই নতুন করে তালিকাভুক্ত হওয়ার

সন্মানিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল এর পরিবারের সদস্য গন  জানান, হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন তিনি জানতে পেরে  গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথম এ চট্টগ্রাম  এশিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এতে চিকিৎসার ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা মত। নুন আনতে যাদের পান্তা ফুরায় সে পরিবার কীভাবে এত টাকা যোগাড় করবে। অবশেষে টাকা যোগাড় করতে না পেরে চট্টগ্রাম সিএমএস মেডিকেল ভর্তি করান।এখানে চিকিৎসা করার পর ও শারীরিক উন্নতি না হওয়ার কারনে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তাকে। এর পর ও বসে থাকেননি এই পরিবারটি। গ্রামে এসে ধারকর্য করে গ্রামের বনাজি চিকিৎসা চালিয়ে যান।তার পর ও উনার শারীরিক কোন উন্নতি হয়নি। আজ অর্থের অভাবে বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এক কথায় ভালো নেই তিনি

উন্নত চিকিৎসা জন্য প্রধানমন্ত্রী সাহায্যর আবেদন বীর মুক্তিযোদ্ধা
ফাইল ছবি ঃবীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। বনাজি চিকিৎসা 

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ সৈনিক মোঃ আব্দুল জলিলের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে মাননীয় দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করা হয় যেনো উনার উন্নত চিকিৎসা জন্য ঢাকা কিংবা প্রয়োজন এ দেশের বাহিরে ব্যাবস্থা করা হয়।



নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম