বীর মুক্তিযোদ্ধাদের অনশনের কঠিন হুমকি

 বীর মুক্তিযোদ্ধাদের অনশনের কঠিন হুমকি

বীর মুক্তিযোদ্ধাদের অনশনের কঠিন হুমকি
বীর মুক্তিযোদ্ধাদের অনশন 

বিতর্কিত কর্মকাণ্ড ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অব্যাহতি পাওয়া নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে দলীয় পদে পুনর্বহাল করা হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।বৃহস্পতিবার (৫ মে) বেলা ৩টার দিকে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

আরও পড়ুন >>সর্ব-শেষ হালনাগাদ ৫মে জেলাভিত্তিক খসড়া তালিকা


এর আগে তোফায়েল আহমেদকে আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে দ্রুত বহিষ্কারের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন তারা। ওই মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে সমাবেশে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এম. এ. কবিরের সভাপতিত্বে বক্তব্য করেন, বীর মুক্তিযোদ্ধা মো. জসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মো. আসাদুজ্জামান চয়ন প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এম. এ. কবির।বীর মুক্তিযোদ্ধারা বলেন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া তোফায়েল আহমেদ যুদ্ধাপরাধী রাজাকারের সন্তান। ফ্রিডম পার্টির ডোমার উপজেলার সমন্বয়কারী তোফায়েল আহমেদ আওয়ামী লীগে অনুপ্রবেশের পর পরই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের একাধিক বার লাঞ্ছিত করে তোফায়েল আহমেদ। 

আরও পড়ুন >>বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবারও প্রধানমন্ত্রীর ঈদ উপহার


এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে সরকারি এবং বেসরকারি জমি দখলসহ নানান দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে।বিতর্কিত কর্মকাণ্ড ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে থাকায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে চলতি বছরের ৩১ মার্চ এক বর্ধিত সভা আহবান করে তোফায়েল আহমেদকে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করে নীলফামারী জেলা আওয়ামী লীগ। এর কিছুদিন পরই তোফায়েল আহমেদকে দলীয় সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করতে সুপারিশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।জেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তোফায়েল আহমদেকে পুনর্বহালের যে সুপারিশ করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহরসহ তাকে আওয়ামী লীগ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানানো হয়। অন্যথায় আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান মুক্তিযোদ্ধাগণ।


আরও পড়ুন >>বীর মুক্তিযোদ্ধা বকেয়া সন্মানি ভাতা



সুত্রঃসময় ৬ মে ২০২২।



নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম