মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ নোটিশ প্রকাশিত হয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ২য় কিস্তিতে জানুয়ারি হতে জুন মাস ২০২২ পর্যন্ত মোট চয় মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে রাষ্ট্রীয় সন্মানি ভাতা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন।
চলতি ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানি ভাতা শিরোনাম কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত টাকা হইতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিস্তিতে জানুয়ারি হতে জুন মাস ২০২২ পর্যন্ত মোট চয় মাসের রাষ্ট্রীয় সন্মানি ভাতা বাবত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৭,২৩,০০,০০০ (সাত কোটি তেইশ লাখ) টাকা ছাড়করণে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অনুকূলে শর্ত সাপেক্ষে।
* বীর শ্রেষ্ঠ ০৫ জন বীর মুক্তিযোদ্ধা
>> মাসিক রাষ্ট্রীয় সন্মানি ভাতা হার জন প্রতি >> ৩০ হাজার
* বীর উত্তম ৫২ জন বীর মুক্তিযোদ্ধা
>> মাসিক রাষ্ট্রীয় সন্মানি ভাতা হার জন প্রতি >>২৫ হাজার
* বীর বিক্রম ১৫৪ জন বীর মুক্তিযোদ্ধা
>> মাসিক রাষ্ট্রীয় সন্মানি ভাতা হার জন প্রতি >> ২০ হাজার
* বীর প্রতীক ৩৭৬ জন বীর মুক্তিযোদ্ধা
>> মাসিক রাষ্ট্রীয় সন্মানি ভাতা হার জন প্রতি >> ২০ হাজার
সর্ব-মোট ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রতি জনে উক্ত প্রকাশিত আর্থিক মঞ্জুরি হইতে চয় মাসের রাষ্ট্রীয় সন্মানি ভাতা পাবেন।
আরও পড়ুন
>> এনসিসি অনেক কাজ করেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে: মেয়র আইভী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী প্রকাশিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা আর্থিক মঞ্জুরি বেশ কয়েক দিনের মধ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক একাউন্ট জমা হয়ে যাবে।
প্রকাশিত নোটিশ শর্তগুলো ঃ
স্কিন শর্ট |