sainiktvnews report:পিরোজপুরের ভান্ডারিয়ায় ঠিকাদারদের বিরুদ্ধে 'বীর নিবাসের' মান খারাপ করেছে বলে অভিযোগ দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
![]() |
ছবিঃসংগৃহীত |
মঙ্গলবার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে শেষ জীবনে একটি শান্তির আশ্রয়ের জন্য সরকার 'বীর নিবাস' নামে একটি ঘর প্রদান করেছেন। সে সকল ঘরের নির্মান কাজের প্রক্রিয়া শুরু হওয়ার তিন থেকে ছয় মাস, কোনোটার এক বছর আবার কোনোটার দেড় থেকে দুই বছর হলেও এখন পর্যন্ত কোনো ঘর থাকার উপযোগী করে নির্মাণ কাজ শেষ হয়নি। যে কয়টির কাজ শুরু বা অর্ধেক কাজ হয়েছে তার মানও খারাপ।
সভায় মুক্তিযোদ্ধা সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা বাচ্ছু হাওলাদার, ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার বীর মুক্তিযোদ্ধা তালুকদার সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা আলী বাহাদুর খান, মোঃ সেলিম পঞ্চায়েত, বজলুর রশিদ মৃধা, আব্দুল কাদের মুন্সি, রমেন দত্ত, মোঃ হাবিবুর রহমান, মানিক সিকদার, মোঃ শাহাবুদ্দিন, সন্তান কমান্ডের শিমুল রেজা প্রমুখ।
সুত্রঃনয়াদিগন্ত ২৪ মে ২০২২