বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই হয়েছে। জিয়াউর রহমান দেশের প্রথম মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। পাকিস্তানিদের হত্যা করে স্বাধীনতার ঘোষণা করেন।রোববার নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নেতারা যুদ্ধের অগ্রভাগে থাকে না, উনি কিন্তু যুদ্ধে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বিশাল অংশ মুক্ত করেছেন জিয়াউর রহমান। তিনি দেশের ক্ষমতা নেয়ার পর বাংলাদেশের জন্য প্রথম একটি দর্শন প্রণয়ন করেন। একটি ভাবনা দিয়েছেন, একটি চিন্তা দিয়েছেন। সেটি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ।
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন জিয়াউর রহমান। এই সীমানার মধ্যে যারা আছে সবাই বাংলাদেশি। কেউ চাকমা, কেউ মারমা, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান-সবাইকে একতাবদ্ধ করার জন্য জিয়াউর রহমান বাংলাদেশি জাতিয়াতাবাদের প্রবর্তন করেন। দেশের উন্নয়নের ভাবনা দিয়েছেন, একদলীয় থেকে বহুদলীয় শাসনের দর্শন চালু করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য সমান সুযোগ রেখেছিলেন। বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনীতির গতি আরও বেড়ে যেত। বর্তমানে কিছু লোকের হাতে অর্থনীতি চলে গেছে। এই অর্থনীতিকে ফিরিয়ে আনতে হলে জিয়াউর রহমানের অর্থনীতি দর্শন নিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় সভাস্থলে অতর্কিতভাবে পুলিশ বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবি তাদের। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এ অভিযোগ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, সমাবেশ শেষ হওয়ার পরও কয়েকশ নেতাকর্মী সড়কে অবস্থান নিয়ে গল্পগুজব করে। সড়ক থেকে তাদের সরে যেতে বললে তারা পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। একপর্যায়ে ব্যস্ত ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। তাই সড়ক থেকে তাদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সামান্য পিপার স্প্রে নিক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ।
মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. ছিদ্দিক আহম্মেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নসরুল কদির প্রমুখ।
সূত্রঃসমকাল ২৯ মে ২০২২