মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ‘গুডস হিল’ ঘেরাও

 মুক্তিযোদ্ধাদের অপমান করা হুম্মান কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবিসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।


বুধবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে তারা এ স্মারকলিপি দেয়। পরে গুডস হিলে অবস্থান নিয়ে প্রধান ফটকে আবারও রাজাকারের বাড়ি লিখে দেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান সংসদ কমান্ডারা সদস্যরা। এ ছাড়া লিখন এবার মুছে ফেললে কঠোর হওয়ায় হুঁশিয়ারি দেন তারা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ‘গুডস হিল’ ঘেরাও
ছবি ঃ সংগৃহীত 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে যুদ্ধাপরাধীদের লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারে না। 


তাদের কীভাবে সাহস হয়, রাজাকার বাড়ির লেখা দেয়াললিখন মুছে দেয়ার? তারা যতবার মুছে দেবে, ততবার তা লেখা হবে। দেশে যত যুদ্ধাপরাধীর বাড়ি আছে, সব বাড়িকে রাজাকার বাড়ি হিসেবে আখ্যায়িত করতে হবে।চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ বলেন, ‘আমরা এ বাড়িকে রাজাকার বাড়ি হিসেবে আখ্যায়িত করে দেয়াল লিখেছিলাম। কিন্তু সেই লেখা মুছে দেয়া হয়। আমরা আজ আবারও এসেছি।

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অভিযোগ

 এ লেখা যদি আবার মুছে ফেলা হয়, তাহলে এই রাজাকারের বাড়ি আমরা গুঁড়িয়ে দেব।’এ সময় গুডস হিলকে রাজাকার হিল ঘোষণা করে লেখা দেয়াললিখন মুছে দেয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া আবারও টর্চার সেল হিসেবে প্রধান ফটকের দেয়ালে লেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ ছাড়া দাবি জানানো হয়, হুম্মাম কাদের চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়ার।

সূত্র ঃ সময় 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম