মুক্তি পাচ্ছে গণঅর্থায়নের সিনেমা ‘সাঁতাও’

 গণঅর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমাটি। আগামী বছরের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।


 সিনেমাপ্রেমীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এটি নির্মাণ করা হয়েছে।সাঁতাও’ সিনেমাটি এরই মধ্যে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র গোয়া চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে মনোনীত হয়েছে। ভারতের গোয়া শহরে এ উৎসবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

মুক্তি পাচ্ছে গণঅর্থায়নের সিনেমা ‘সাঁতাও’


বাংলাদেশের উত্তরের বিস্তীর্ণ অঞ্চল, যেখানকার মানুষের জীবন-জীবিকার অনেকটাজুড়েই নদী আর কৃষিকাজ। তিস্তার তীরের মানুষের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ‘সাঁতাও’ শুধু একটি সিনেমা নয়। এতে দেখানো হয়েছে একেকজন কৃষক কতটা কষ্ট করেন আমাদের খাবারের জন্য। তবুও তারা এই কাজটি ছেড়ে দেন না। সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করছেন নির্মাতা খন্দকার।

সূত্র ঃ জাগোনিউজ২৪ 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম