দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৬ জন আহত

 জেলার লংগদুতে বীরমুক্তি যোদ্ধার ফলজ বাগানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তের। আড়াই একরে ফলজ বাগান ধ্বংসে বাঁধা দিলে, বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৬ জনকে হামলা চালিয়ে আহত করে। 


দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হলেন- মো. মহি উদ্দিন (২৬), মো. জাহাঙ্গীর (২৩), মো. আলমগীর (২০), মো. রেজাউল (১৮), মোছাম্মৎ মহিমা আক্তার(২১), শিশু মো. মিনহাজ হোসেন (৮ মাস) ও বীর মুক্তিযোদ্ধা পত্নী বৃদ্ধা রাবেয়া বেগম (৬৭)।

দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৬ জন আহত


ভুক্তভোগী পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলার লংগদু উপজেলার ৫নং বাসান্যাদম ইউপিতে বীর মুক্তিযোদ্ধা চান মিয়ার আড়াই একরের ফলজ বাগান কেটে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। প্রথমবার বাগানের ফলজ গাছ কাটার পর বীর মুক্তিযোদ্ধা পরিবার সতর্ক হয়ে ওঠে। দ্বিতীয় দফায় স্থানীয় মোহর উদ্দিন'র ছেলে মো. হোসেন আলী (৫৫), মো. হোসেন আলীর ছেলে মো. কামাল (২২), মো. সোরাব আলী'র ছেলে রুস্তম আলী (২৮) ও মহর উদ্দিন'র ছেলে আবুল বাশার'র নেতৃত্বে ১০/১২ জনের একটি দুর্বৃত্তের গ্রুপ বাগানের গাছ কাটতে গেলে, তারা বাঁধা প্রদান করে। এতো আরও ক্ষিপ্ত হয়ে ওঠে দুর্বৃত্তরা। দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা পরিবারটির ওপর ব্যপক হামলা চালিয়ে একই পরিবারে ৬ জনকে নীলাফুলা, কাটাছেড়া গুরুতর আহত করেছে। এমন তথ্য সময়ের আলোকে নিশ্চিত করেছে বীর মুক্তিযোদ্ধার মেজ ছেলে মো. আব্দুল কাদের। 


সে আরও জানায় প্রায় পৌনে তিন বছর আগে বীর মুক্তিযোদ্ধা এ বাগানটি সৃজন করেন। তার সৃজিত বাগানে কমবেশি ২০০টি লিচু, মালটাসহ দেশি-বিদেশি বিভিন্ন ফলজ গাছ রয়েছে। এ বাগানের প্রায় ৫০টি ফলজ বৃক্ষ গোড়া থেকে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধার আড়াই একর বাগান জবর দখলের উদ্দেশ্যে ফলজ বৃক্ষ কাটাকালীন বাঁধা দিলে তার পরিবারের নারীশিশুসহ ৬ জনকে আহত করে। পরে তাদের সোরগোলে আশপাশের লোকজন এগিয়ে এলে, দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া বেগম, পুত্রবধূ মোছাম্মৎ মহিমা আক্তার, নাতি মো. মিনহাজ হোসেন, পুত্র মো. মহি উদ্দিন, মো. জাহাঙ্গীর, মো. আলমগীর ও মো. রেজাউল গুরুতর আহত হয়। ২৪ আগস্ট ও ২৭ আগস্টের দু'দফা সন্ত্রাসীদের ধ্বংস যজ্ঞে গাছ ও ফলসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।  


এব্যপারে বীর মুক্তিযোদ্ধার তৃতীয় পুত্র মো. মহি উদ্দিন লংগদু থানায় মামলা দায়ের করতে গেলে, থানা মামলা গ্রহণে অপারগতা প্রকাশ করে। এবং আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। উপায়ন্তর না দেখে মাইনী সেনা জোন ও ৩৭ বিজিবি রাজনগর জোনে অভিযোগ করেন। একই ঘটনায় তিনি বাদী হয়ে রাঙামাটি বিজ্ঞ জেলা জজ আদালতে মামলা দায়ের করেছে। ২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করায় বাদীকে খুঁজছে দুর্বৃত্তরা। যে কারণে সে মিডিয়ার মুখোমুখি হতে পারেনি বলে বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সময়ের আলোকে জানায়।



বীর মুক্তিযোদ্ধা চান মিয়া মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, তিনি বৃদ্ধ মানুষ তীল তীল এ বাগান গড়ে তুলেছেন। দুর্বৃত্তরা তাকে উচ্ছেদ করা ও তার বাগান জবর দখলে নিতে এ হেন কর্মকাণ্ড ঘটিয়েছে। দুর্বৃত্তদের হামলায় তার পরিবারের ৬ জন আহত হয়েছে বলে যোগ করেন তিনি।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম