সেপ্টেম্বর ২০২৪ মাসের ২,৫১,৭৭৯ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৯২,০৫,১৯,০১৩/- (তিনশত বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন।
উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৫ কোডের মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে ৩৭২১১০২ কোডে 'কল্যাণ অনুদান' খাতে বরাদ্দকৃত ৪৭২৮,০০ (চার হাজার সাতশত আটাশ কোটি) লক্ষ টাকা
হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ভিত্তিতে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ নিম্নসারণীতে বর্ণিত ২,৫১,৭৭৯ জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে সেপ্টেম্বর ২০২৪ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ সর্বমোট ৩৯২,০৫,১৯,০১৩/- (তিনশত বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো) টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।