মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য সুরক্ষা আইনের দাবি

 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৮ দফা দাব ি জানিয়েছে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।



বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে ‘প্রধানমন্ত্রী সমীপে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—১৯৭২ সালে প্রণীত মুক্তিযোদ্ধার সংজ্ঞার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া, সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক পর্যায়ে পুনর্বহাল করা, মুক্তিযোদ্ধাদের বেকার সন্তানদের বিশেষ বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে সরাসরি নিয়োগ করা; মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী থেকে মাসিক ন্যূনতম কিস্তিতে পরিশোধ করার শর্তে বিনাসুদে ২৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ মঞ্জুর করা; জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মতো শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকেও বিজয় দিবস ও বাংলা নববর্ষ ভাতা প্রদান করা, জাতীয় সংবিধানের যথাযথ স্থানে ‘জয়বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধ’, ‘মুক্তিযোদ্ধা’, ‘৩০ লাখ শহীদ’ ও ‘২ লাখ সম্ভ্রমহারা মা-বোন’ শব্দগুলো লিপিবদ্ধ করতে হবে

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, মোজাম্মেল হোসেন হেলাল, আফতাব আহমদ শিকদার, জুলকারনাইন ডালিম, সারোয়ার জাহান, আবদুল খালেক বিশ্বাস, দীপকচন্দ্র গুপ্ত, আজহারুল ইসলাম, বাহারউল্লাহ মজুমদার প্রমুখ।


সূত্র বাংলা ট্রিবিউন ৩১ মার্চ 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম