মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মোট সম্পদের পরিমাণ ৩৯১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে স্থায়ী সম্পদ এক কোটি ৬১ লাখ, বিনিয়োগ (এফডিআর) ২৩৪ কোটি ৭৫ লাখ ও চলতি সম্পদ ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা।
সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে সংসদ সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, বিগত ২০২০-২১ অর্থবছরে এই ট্রাস্ট আয় করেছে ৫২ কোটি ১৯ লাখ টাকা ও ব্যয় করেছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। নীট লাভ হয়েছে ২৪ কোটি ৩৫ লাখ টাকা।
সুত্রঃএইচএস/এমপি/জেআইএম