মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ৩৯১ কোটি ৭৯ লাখ টাকার সম্পদ

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মোট সম্পদের পরিমাণ ৩৯১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে স্থায়ী সম্পদ এক কোটি ৬১ লাখ, বিনিয়োগ (এফডিআর) ২৩৪ কোটি ৭৫ লাখ ও চলতি সম্পদ ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা।



সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে সংসদ সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, বিগত ২০২০-২১ অর্থবছরে এই ট্রাস্ট আয় করেছে ৫২ কোটি ১৯ লাখ টাকা ও ব্যয় করেছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। নীট লাভ হয়েছে ২৪ কোটি ৩৫ লাখ টাকা।

এদিকে, সরকারদলীয় মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, ২০০৮-০৯ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি সংস্থা ও জনসাধারণ মিলে ভূমি উন্নয়ন কর বাবদ ছয় হাজার ৯৬৩ কোটি ১২ লাখ ৯২ হাজার ৮২৩ টাকা আদায় হয়েছে।সরকারী দলের হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, গত ২০২০-২১ অর্থবছরে সেনাকল্যাণ সংস্থা ৯৩ কোটি টাকা নিট লাভ করেছে। এ সময়ে মোট লাভ হয়েছে ৩৭২ কোটি ৭৪ লাখ টাকা। ব্যয় হয়েছে ২৫৭ কোটি ৮৯ লাখ টাকা ও আয়কর দেওয়া হয়েছে ২০ কোটি ৯৯ লাখ টাকা।


সুত্রঃএইচএস/এমপি/জেআইএম

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম