মুক্তিযোদ্ধা সংসদে নতুন মোড়: ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করল সরকার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন এগিয়ে নিতে সরকার গঠন করেছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন এগিয়ে নিতে সরকার গঠন করেছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।

মুক্তিযোদ্ধা সংসদে ছয় মাসের মধ্যে নির্বাচন: সরকারের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নতুন নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করতে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ জুন (মঙ্গলবার) এই তথ্য জানায়।

নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. নঈম জাহাঙ্গীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল শাফী, জাহাঙ্গীর কবীর ও প্রকৌশলী জাকারিয়া আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫)-এর ধারা ৬(ণ) এবং ১৪(৪) ও (৫) অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে। কমিটির মূল দায়িত্ব আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তর।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর প্রশাসক নিয়োগসহ নানা জটিলতায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বারবার আন্দোলন ও দাবির প্রেক্ষিতে অবশেষে সরকার আবারও নির্বাচন প্রক্রিয়া শুরু করলো।

এর আগে ২০২১ সালে গঠিত নির্বাচন কমিশন ২০২৩ সালে ভোটের তফসিল ঘোষণা করলেও তা স্থগিত হয়ে যায়। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর এবার মুক্তিযোদ্ধারা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম