চন্দনাইশে ভাতা পাচ্ছেন না ৩৫ মুক্তিযোদ্ধা চলতি বছরের ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাতা বন্ধ হয়ে যায় চন্দনাইশের ২১৫ মুক্তিযোদ্ধার মধ্যে ১৬৭ জনের। তবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ১৮০ মুক্তিযোদ্ধা ভাতা পেলেও এখনও ৩৫ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না।
হঠাৎ করে ভাতা বন্ধ করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভাতা বন্ধের আগে তাদের কাউকেই বিষয়টি অবহিত করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। গত ফেব্রুয়ারি মাসের ভাতা তুলতে ব্যাংকে গিয়ে বিষয়টি তারা জানতে পারেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের জন্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
যাচাই-বাছাইয়ে যাদের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন এসেছে, তাদের ভাতার তালিকা থেকে আপাতত বাদ দেয়া হয়েছে। মূলত ২০০১-০৯ সালের মধ্যে যাদের নাম বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের একটি অংশের ব্যাংক হিসাবে ফেব্রুয়ারি মাসের ভাতা যায়নি। এসব মুক্তিযোদ্ধাদের জামুকায় আপীল করতে হবে। তবে কেউ যদি সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেন তাহলে আপীল ছাড়াও তাদের ভাতা পুনরায় চালু হবে।
সুত্রঃজনকন্ঠ ২৮ মে ২০২২