মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার ঘোষণা

 বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, সংবর্ধনা ও শিশু কিশোর মিলনমেলা আয়োজনের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধারা। আগামী ২০মে ঢাকা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মিলনমেলার আয়োজন হতে যাচ্ছে।গত সোমবার (৯ মে ২০২২) দুপুর ১২টায় দিকে ঢাকা  রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার এই ঘোষণা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার ঘোষণা
ছবি ঃ সংগৃহীত 


 মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার 

অনুষ্ঠানটি আয়োজন করবে  ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, গুলশান বাড্ডা থানা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১ ও ঢাকা মহানগরের (উত্তর)। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নামে মিলনমেলার অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনা দায়িত্ব পালন করবে ‘কাদামাটি’ নামে একটি সংগঠন।

আরও পড়ুন 

>>মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আপডেট খবর

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, তিনি বলেন  লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির আহ্বান শোনান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই আহ্বান আগামী প্রজন্মকে এ ঘটনাগুলো মনে রাখবে বলে আমরা বিশ্বাস করি।



এই ছড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক সম্মানিত করেছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে অগ্রযাত্রায় নিয়ে গেছেন।

আরোও পড়ুন 


>>বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়


এই সম্মেলনের মূল উদ্দেশ্য এসব সার্বিক বিষয়গুলো নতুন প্রজন্মকে জানানোই হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আগত বিভিন্ন সংগঠনগুলোর নেতারা। 

সব সময় মুক্তিযোদ্ধার খবর পেতে সাথে থাকুন। 


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম