নিরাপত্তাহীনতা ভূগছে বীর মুক্তিযোদ্ধার পরিবার

রাজধানী ঢাকায় মিরপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা তার বসত ভিটা হারানোর উপক্রম হয়েছে স্থানীয় সন্ত্রাসীদের হুমকির মুখে।রাজধানী ঢাকায় মিরপুর এলাকায় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আর ও  বলেন স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে তার পরিবার নিরাপত্তাহীনতা ভূগছে। শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নিরাপত্তাহীনতা ভূগছে বীর মুক্তিযোদ্ধার পরিবার
ছবিঃসংগৃহীত 


এ অবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন, তার ভারতীয় মুক্তিযোদ্ধা তালিকা নম্বর ২৯১৪৫, লাল-মুক্তিবার্তা নং-০২০৯০৫০১৪২, গেজেট নং- ২২৮১।তিনি স্বাধীনতার পর থেকে সেকশন-২, ব্লক-এ, রোড-১, হাউজ নং-১৫, এই বাড়িটিতে পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন যাবত  বসবাস করছেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে বাড়িটি তার নামে বরাদ্দের জন্য আবেদন  ও করেছেন।


আরও পড়ুন 

>> মুক্তিযোদ্ধারা নন, এমপি মন্ত্রী আমলা ব্যবসায়ীরাই মুক্তিযোদ্ধাদের উপকারভোগী

>> খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতার আপডেট খবর ২০২২


তবে গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো  কোনো ধরনের  সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি মিরপুরের ভূমিদুস্যু নামে পরিচিত  ইউসুফ সাঈদ, আফরোজ ও মনিরুজ্জামান জাল দলিল করে তাকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য নানান হুমকি দিচ্ছে। ওই বাড়ির মালিক একজন পাকিস্তানি নাগরিক ছিলো ।স্বাধীনতার পর তিনি পাকিস্তানে পালিয়ে যান। এরপর থেকে আবুল বাশার পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবত  বসবাস করে আসছেন এই বাড়িতে। তিনি আরও বলেন ইউসুফ ছাঈদ বর্তমানে মিরপুরের অনেক জায়গায় জমিন  ভূয়া মালিক সেজে জাল দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে।তার মধ্যে উল্লেখ্য সেকশন-২, ব্লক-এ, রোড-১, বাড়ী-১৭। ২-এ, ২/২২ রাইন খোলা মিরপুরের বাড়িরও জাল দলিল করেছে। এছাড়া ২-এ, ১/১৯ ও ২-এ, ১/১৯ বাড়ির জাল দলিল করার প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন 

>>বীর মুক্তিযোদ্ধাদের সর্ব-শেষ গেজেট প্রজ্ঞাপন।

>>জামুকা ৭৮ তম সভার ১০ সুপারিশ মোতাবেক বেসরকারি গেজেট


আমি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে আপনাদের মাধ্যমে ভুমিদস্যুর কবল থেকে বসত ভিটা সহ পরিবার পরিজনদের কে বাঁচতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এ ব্যাপারে ইউসুফ সাঈদ  বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ  মিথ্যা ও বানোয়াট  মুক্তিযোদ্ধার জমি দখলে কোনো পায়তারা নেই।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম