এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

 

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ছবিঃসংগৃহীত

Sainiktvnews:এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১৩তম নিবন্ধনধারীদের মধ্যে রিট করেছেন এমন ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে।


বুধবার (১ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পৃথক নয়টি রিট আবেদনের রুল যথাযথ ঘোষণা করে এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে উত্তীর্ণ হন তারা।


২০২১ সালে এ রিট আবেদন করা হয়। ময়মনসিংহের ত্রিশালের আতিকুল ইসলাম মুকুলসহ ৩০০ জন আবেদন করেন।


সে আবেদনের শুনানি করে ২০২১ সালে রুল দেন আদালত। রুলে আদালত বলেন, তাদেরকে কেন নিয়োগ দেওয়া হবে না। সেই রুলের চূড়ান্ত শুনানি করে আদালত এ রায় ঘোষণা করেন। এ রকম মোট নয়টি রিটে আবেদন করেন আড়াই হাজার শিক্ষার্থী।


আদালতে রিট আবেদনের শুনানি করেন মো. ফারুক হোসেন, মো. মনিরুজ্জামান আসাদ ও সিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে এনটিআরসিএর পক্ষে ছিলেন মো. কামরুজ্জামান ভুঁইয়া


সূত্রঃমানব জমিন ১ জুন ২০২২

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম