৩০ শতাংশ কোটা পুনর্বহাল চায় মুক্তিযোদ্ধার সন্তানেরা। ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছিল। এবার সেই কোটা বহাল ও সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড। বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পাশাপাশি আরও কয়েকটি দাবি তুলে ধরেন মুক্তিযোদ্ধা ইসান কমান্ডের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাদের বয়সসীমা ৩৫ হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সুরক্ষা দিতে আইন পাশ করতে হবে। বক্তারা বলেন, যাদের জন্য এ দেশ স্বাধীন হয়েছে, তাদের সন্তানরা আজ অবহেলিত। তাদের কোনো সুযোগ-সুবিধা নেই। চাকরিতে কোটা থাকায় যে সুযোগ ছিল তাও কেড়ে নেওয়া হয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধা পরিবারের কোনো সুরক্ষা নেই। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকলে এ অবস্থা মেনে নেওয়া কঠিন।