মৃত মুক্তিযোদ্ধার পরিবার পাবে সনদ বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও মুক্তিযোদ্ধা সনদ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
১৭ জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড ও মুক্তিযোদ্ধা সনদ, অন্যদিকে ২২ হাজার ৪২ জন মৃত মুক্তিযোদ্ধার পরিবার পাবেন মুক্তিযোদ্ধা সনবৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষায়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধে মন্ত্রী বলেন, এ স্মার্ট কার্ড শুধুমাত্র জীবিত মুক্তিযোদ্ধারাই ব্যবহার করতে পারবেভুল-ত্রুটি হলেও চিন্তার কারণ নেই। দুইমাসের মধ্যে আবেদন করলে সংশোধন করা যাবে।
তবে সংশোধন না করলে ভুল স্মার্ট কার্ডে সুবিধা পাওয়া যাবে না।
যাদের ভুল করে নাম গেছে কিন্তু উপজেলা পর্যায়ে তাদের বিষয়ে আপত্তি থাকলে তিনিও স্মার্ট কার্ড পাবেন না। যাদের আপিল নিস্পত্তি হয়েছে কিন্তু একবছর হয়নি তারা পরে কার্ড পাবেন বলে জানান মুক্তিযুদ্ধ মন্ত্রীমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে মুক্তিযুদ্ধবিরোধী প্রজন্ম তৈরি করেছে পরবর্তী সরকারগুলো। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের জীবন স্বার্থক। কোনো বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনিত অভিযোগ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে শুনানীরত থাকলে তাদের কার্ড বিতরণ বন্ধ রাখতে হবে, উপজেলা থেকে সুপারিশ ব্যতিত কোনো বীর মুক্তিযোদ্ধার নাম সমন্বিত তালিকায় উঠে থাকলে তাদের কার্ড বিতরণ বন্ধ করতে হবে, কোনো বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়ে থাকলে তাদের কার্ড বিতরণ বন্ধ রাখতে হবে।
সুত্রঃজাগোনিউজ