নীলফামারীর কিশোরগঞ্জে আবাসন প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
কেশবা গুচ্ছগ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের জন্য নির্মাণাধীন বাড়ি মঙ্গলবার সন্ধ্যার আগে পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা মেলায় ইউএনও ভেঙে দিয়েছেন।
সুবিধাভোগী ওই বীর মুক্তিযোদ্ধা যুগান্তরকে জানান, নির্মাণাধীন বাড়ির দেয়াল নির্মাণের পর পানি দেওয়ার সময় দেখি গাঁথুনির বালু বের হয়ে যাচ্ছে। বীর নিবাস নির্মাণকাজে ঠিকাদার নিম্নমানের উপকরণের ব্যবহার করায় অনিয়মের বিষয়টি ইউএনওকে অবগত করি।
সরেজমিন নির্মাণকাজ পরিদর্শন করতে এসে হাত দিয়ে নির্মাণকৃত দেয়ালের সিমেন্ট-বালু তুলে দেখেন। একপর্যায়ে তিনি নির্দেশ দেওয়ায় স্থানীয় লোকজন ওই দেয়াল ভেঙে ফেলেন। সিমেন্টের পরিমাণ একেবারে কম। গাঁথুনির ইটগুলো ২ ও ৩ নম্বর।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুর আলমনগরের শেখ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহাদত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান, ওই মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণকাজের কিছু অংশে মিস্ত্রি বালু ও সিমেন্টের রেশিও কম দিয়েছে। এ জন্য ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং নতুন মিস্ত্রি দিয়ে পুনরায় নির্মাণকাজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, আবাসন প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণে ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮০ টাকা বরাদ্দ দেয়।