ফ্রান্স দলের ইনজুরির মিছিলে সর্বশেষ যোগ হয়েছেন সবচেয়ে বড় নাম করিম বেনেজেমা। এনগোলো কন্তে, পল পগবা, ক্রিস্টাফার এনকোনকু, প্রেসনেল কিম্পেম্বেরা ছিটকে গিয়েছিলেন আগেই।
কাতার পৌঁছে ইনজুরিতে ছিটকে গেছেন সর্বশেষ ব্যালন ডি অ’র জয়ী করিম বেনজেমা।বিশ্বকাপ শুরুর আগে দল থেকে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছিটকে পড়ায় কপালে চিন্তার ভাঁজ মোটা হওয়ার কথা দেশটির কোচ দিদিয়ের দেশমের। কিন্তু অভিজ্ঞ এই কোচ সোমবার বলেছেন, তারকা খেলোয়াড়দের ছাড়াই তার দলের শিরোপা ধরে রাখার সামর্থ্য আছে। ২৬ জনের দল থেকে করিম বেনজেমার ছিটকে পড়ার পর তার জায়গায় স্ট্যান্ডবাই থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে দেশমের। কিন্তু এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্রান্স কোচ। কেন বেনজেমার পরিবর্তে খেলোয়াড় ডাকেননি তিনি, তার ব্যাখ্যাও দিয়েছেন।
ছবি ঃ সংগৃহীত |
দেশম বলেছেন, ‘গত বিশ্বকাপে আমাদের স্কোয়াড ছিল ২২-২৩ জনের। এবার ২৬ জন। এখন আমার হাতে ২৫ জন খেলোয়াড় আছেন। আমাদের অনেক সম্ভাবনা আছে, সাইডলাইনে অনেক খেলেয়াড় আছেন। আমাদের যা প্রয়েজন তা সবই আছে।’
এতগুলো তারকার পতনের পরও দেশম শঙ্কার কিছু দেখছেন না, ‘আমাদের শঙ্কার কিছু নেই। বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে আমার যা যা করা প্রয়োজন সবই করেছি।’মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ফ্রান্স। এই ম্যাচের আগে দলটির কোচ বলেছেন, ‘এটা সত্য যে আমাদের বেশ কয়েকজন বড় তারকা ইনজুরিতে ছিটকে গেছেন। তবে আমি বিশ্বাস করি, যারা আছেন তারা তাতে বেশি ক্ষতিগ্রস্থ হবে না। দলের সবাই যোগ্যতা সম্পন্ন। মাঠে কি করতে হবে তা নিয়ে সবাই সচেতন।
সূত্র ঃ জাগোনিউজ২৪