মার্চ ২০২৩-২৪ পর্যন্ত ২০,৫০৭ জন নতুন যুক্ত হয়েছে তালিকায় ।
মহান স্বাধীনতা বাঙ্গালী জাতীর শ্রেষ্ঠ অর্জন। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত/সম্ভ্রম আত্মত্যাগ এর বিনিময়ে আমাদের এ স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। জাতি শ্রদ্ধাভরে আত্বোৎসর্গকারীদেরস্মরণ করি। আমরা স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অনুপ্রেরণায় সমগ্র জাতি একটি ভূ-খন্ড পেয়েছে।
সংক্ষিপ আকারে মুক্তিযোদ্ধাদের আর্থিক মঞ্জুরি তুলে ধরা হলো।
মার্চ ২০২৩ মাসের জন্য ২,২৩,৮২৬ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৭৩,০১,৮৬,৬৭৫-- (তিনশত তেহাত্তর কোটি এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত পঁচাত্তর) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ৩৪২; তাং - ২৭-০৩-২০২৩)। ২০২৩-০৩-৩০।
এপ্রিল ২০২৩ মাসের জন্য ২,২৩,৬৯২ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ ৩৭১,৫০,৯৫,৫৩৯-- (তিনশত একাত্তর কোটি পঞ্চাশ লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত উনচল্লিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারক -৪৫৮, তারিখ-১৬-০৪-২০২৩)। ২০২৩-০৪-১৭।১৩৪ জন বেশি।
মে ২০২৩ মাসের ২,২৮,১৯৪ (দুই লক্ষ আটাশ হাজার একশত চুরানব্বই) জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৭৬,৮৮,৮২,৬১২-- (তিনশত ছিয়াত্তর কোটি আটাশি লক্ষ বিরাশি হাজার ছয়শত বারো) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। ২০২৩-০৫-৩১।।৪৫০২ জন বেশি
জুন,২০২৩ মাসের জন্য ২,৩০,৫০৬ জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৭৮,৯৩,৭১,৯০৬-- (তিনশত আটাত্তর কোটি তিরানব্বই লক্ষ একাত্তর হাজার নয়শত ছয়) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ ৯৫৫; তাং- ১৫-০৬-২০২৩)। ২০২৩-০৬-১৮। ২৩১৫ জন বেশি।
জুলাই,২০২৩ মাসের জন্য ২,৩২,৩৩৭ জন উপকারভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৭৯,৬৪,৯৫,৩৪৬- (তিনশত উনআশি কোটি চৌষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশত ছেচল্লিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ ১০৩৭; তারিখঃ ২৯ জুলাই ২০২৩)। ২০২৩-০৭-৩১।১৮৩১ জন বেশি।
আগস্ট,২০২৩ মাসের জন্য ২,৩৩,৬০৫ জন উপকারভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৮০,২৯,৯৭,২২১- (তিনশত আশি কোটি উনত্রিশ লক্ষ সাতানব্বই হাজার দু্ইশত একুশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ ১১৪৫; তারিখঃ ২৫ আগস্ট, ২০২৩)। ২০২৩-০৮-২৭।১২৬৮ জন বেশি।
সেপ্টেম্বর,২০২৩ মাসের জন্য ২,৩৫,৫০২ জন উপকারভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৮১,৮৬,২৮,১৩৬- (তিনশত একাশি কোটি ছিয়াশি লক্ষ আটাশ হাজার একশত ছত্রিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ ১৪০৪; তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৩)। ২০২৩-০৯-২৭।১৮৯৭ জন বেশি।
অক্টোবর,২০২৩ মাসের জন্য ২,৩৭,০৪৩ জন উপকারভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ ৩৮২,৬৭,৭৯,১৬৫- (তিনশত বিরাশি কোটি সাতষট্টি লক্ষ ঊনআশি হাজার একশত পঁয়ষট্টি) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন (স্মারকঃ ১৬৩৮; তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৩)। ২০২৩-১০-২৯।১৫৪১ জন বেশি।
নভেম্বর ২০২৩ মাসের ২,৩৮,৮৪১ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৮৩,৯২,০৫,৩০৩-- (তিনশত তিরাশি কোটি বিরানব্বই লক্ষ পাঁচ হাজার তিনশত তিন) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। ২০২৩-১১-২৯।১৭৯৮ জন বেশি।
ডিসেম্বর ২০২৩ মাসের ২,৪০,১৭৩ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৮৪,৬৮,২৩,৬৬৪-- (তিনশত চুরাশি কোটি আটষট্টি লক্ষ তেইশ হাজার ছয়শত চৌষট্টি) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। ২০২৩-১২-৩১। ১৩৩২ জন বেশি।
জানুয়ারি ২০২৪ মাসের ২,৪১,৩৯০ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৮৫,৪১,০৮,৫৯১-- (তিনশত পঁচাশি কোটি একচল্লিশ লক্ষ আট হাজার পাঁচশত একানব্বই) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। ২০২৪-০১-৩০।১২১৭ জন বেশি।
ফেব্রুয়ারি ২০২৪ মাসের ২,৪৩,০৯০ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৮৬,৫৫,০৭,৭০০-- (তিনশত ছিয়াশি কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার সাতশত) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন ((স্মারক: ৩৭০, তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪)। ২০২৪-০২-২৯।১৭০০ জন বেশি।
মার্চ ২০২৪ মাসের ২,৪৪,৩৩৩ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৮৭,২৩,০৭,৬৪৫-- (তিনশত সাতাশি কোটি তেইশ লক্ষ সাত হাজার ছয়শত পঁয়তাল্লিশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন। ২০২৪-০৩-২৫।১২৪৩ জন বেশি।
সূত্র মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ওয়েবসাইট।