মুক্তিযোদ্ধা মনিরুল ইউসুফ মসজিদিয়া এতিমখানা ওয়াক্ফ এস্টেটের মোতোয়াল্লি হলেন sainiktvnews

 চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ওয়াক্ফ এস্টেটের অফিসিয়াল মোতোয়াল্লি হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ।

##

 চলতি বছরের ২১ মার্চ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্বে থাকবেন।

##


গত ২৭ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের যুগ্ম সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়মনিরুল ইউসুফ মিরসরাই উপজেলার হাদিফকিরহাট মজিদিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।

মুক্তিযোদ্ধা মনিরুল ইউসুফ মসজিদিয়া এতিমখানা ওয়াক্ফ এস্টেটের মোতোয়াল্লি হলেন sainiktvnews


চিঠিটিতে বলা হয়, মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী মৌজায় শূন্য দশমিক এক দুই (০.১২) একর ভূমিতে গড়ে ওঠেছে মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখান ওয়াক্ফ এস্টেট। এস্টেটের বার্ষিক মোট আয় ২৪ হাজার এবং নিট আয় ২০ হাজার টাকা। এস্টেটটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে মো. মনিরুল ইসলাম ইউসুফকে চলতি বছরের ২১ মার্চ থেকে পরবর্তী তিন বছরের জন্য অফিসিয়াল মোতাওয়াল্লি নিয়োগ করা হলো। 


উল্লেখ্য, মনিরুল ইসলাম ইউসুফ গত বছরের ৬ এপ্রিল বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক বরাবর মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ওয়াক্ফ এস্টেটকে তালিকাভুক্তির জন্য আবেদন করেন।। 

সূত্র সিভয়েস ৩এপ্রিল 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম