জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই এই সরকারের প্রধান কাজ: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই এই সরকারের প্রধান কাজ। জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তিন/চারটি বিষয়ে সংস্কার করলেই আপনাদের প্রধান দায়িত্ব পালন হয়ে যায়। এর মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সেজন্য স্বৈরাচারী সরকারকে হটানো হয়নি, অবশ্যই আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দুই বারের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকতে হবে।
জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের লোকেরা যেন দেশ পরিচালনায় অংশ নিতে পারেন। তাদের মতামত প্রদানের জন্য উচ্চকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট থাকতে পারে।বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা দ্রুত নির্বাচন কমিশন গঠন করুন। কিভাবে নির্বাচন করবেন, কতদিনের মধ্যে করবেন, সেটা জনগণের কাছে প্রকাশ করুন। আমরা চাই না একটি অনির্বাচিত সরকার দীর্ঘ হোক। কারণ তাতে যে সংকট তৈরী হবে সেটা তারা মোকাবেলা করতে পারবে না।