sainik tv।। সৈনিক টিভি
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন পরিচালনার জন্য সংশোধিত ০৫ সদস্য নির্বাচন কমিশন র্গঠন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সানুগ্রহ অনুমোদন ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দেশের সকল জেলা /শহর ও উপজেলা /থানা কমান্ড সমূহ নির্বাচন পরিচালনার জন্য বর্তমান সরকার ০৫ জন সদস্য নিয়ে নতুন ভাবে সংশোধিত নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে।উক্ত পাঁচ সদস্য মধ্যে যাদের নাম এসেছে তাহারা হলেন। (০১) মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ -প্রধান নির্বাচন কমিশনার। (০২)জনাব মোঃআনছার আলী খান,সাবেক অতিরিক্ত সচিব - নির্বাচন কমিশনার। (০৩) জনাব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব - নির্বাচন কমিশনার। (০৪) জনাব শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম, সাবেক সচিব - নির্বাচন কমিশনার। (০৫) লেঃ কর্নেল কাজি সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক - নির্বাচন কমিশনার। এই ছাড়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব উক্ত কমিটির সার্বিক সচিবিক দায়িত্ব পালন করবেন। এই নির্বাচন কমিশন দেশের সকল কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা /শহর কমান্ড কাউন্সিল ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের ব্যাবস্থা গ্রহন করবেন একই দিনে। সৈনিক টিভি নিউজ নিয়মিত দেখুন সাথে থাকুন। ধন্যবাদ।
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সংশোধিত কমিশন পুনর্গঠন।
