কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (০৮ জুন) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।সময় নিউজ
![]() |
ছবি সংগৃহীত |
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার সভাপতি কায়সারুল হক জুয়েল ও সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি বরাবর পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে অনেক দিন আগে। সভা পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশনা দেয়া হলেও কোনো উদ্যোগ গ্রহণ না করায় কক্সবাজার জেলা কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাংগঠনিক গতিশীলতা আনতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং আগামী ১৫ দিনের মধ্যে কক্সবাজার জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে কেন্দ্রীয় সহসভাপতি হুমায়ুন কবির চৌধুরীকে প্রধান সমন্বয়কারী মনোনীত করে ০৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।এতে আরও বলা হয়েছে, সমন্বয় কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কক্সবাজার জেলায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না
উক্ত সমন্বয় কমিটির বাকি সদস্যরা হলেন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. আয়াজ ও শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন।