বীর মুক্তিযোদ্ধা ব্যাংক ঋন ০৫ লক্ষ টাকা সুখবর।

বীর মুক্তিযোদ্ধা ব্যাংক ঋন ০৫ লক্ষ টাকা সুখবর


সন্মানি বীর মুক্তিযোদ্ধা এখন থেকে ০৫ লক্ষ টাকা ব্যাংক ঋণের সুবিধা পাচ্ছে সরকারি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড থেকে মাত্র ৭% সরল সুদে। পূর্বে এই লোন পরিমান ছিন সর্বচ্চ ০৩ লক্ষ টাকা। আর এই ০৩ লক্ষ টাকা থেকে উন্নতি করে বর্তমানে ০৫ লক্ষ টাকা করা হয়েছে।



সন্মানি বীর মুক্তিযোদ্ধা সরকারি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড থেকে মাত্র ৭% সরল সুদে এক লক্ষ টাকা হতে সর্ববচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে।এই ব্যাংক লোন সুবিধা পাওয়ার জন্য প্রোয়জনীয় কাগজ পত্র ব্যাংক কতৃপক্ষের কাছে জমা দিতে হবে সন্মানি বীর মুক্তিযোদ্ধাদের।

সরকারি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড থেকে মাত্র ৭% সরল সুদে এক লক্ষ টাকা হতে সর্ববচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পরিশোধ করা জন্য সহজ শর্তে সর্বনিম্মে ০৯ কিস্তি হতে সর্ববচ্চ, ৯৩ কিস্তি পর্যন্ত সময় নিতে পারবে লোন গ্রহিতা।আর পূর্বে যে সকল সন্মানিত বীর মুক্তিযোদ্ধা গন সরকারি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড কাছ থেকেই ঋন নিয়েছে তা কম পক্ষে ১৮ কিস্তি পরিশোধ করিলে আবার নতুন ভাবে সর্ববচ্চ ০৫ লক্ষ টাকা ঋনের জন্য আবেদন করতে পারবেন জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা।




নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম