সোমবার বিকালে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন’এ সংবাদ সম্মেলন করতে গিয়ে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা। তিনি বলেন ‘আজকে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। মমতার হুঁশিয়ারি ‘আজ বর্ধমানে একটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
সূত্রঃ বিডিপ্রতিদিন ৪ এপ্রিল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। তার অভিমত সিবিআই, ইডি’এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার না করে কেন্দ্রীয় সরকারের উচিত দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা।
তার সংযোজন ‘কাউকে মেরে তার লাশ নিয়ে ‘নবান্ন’ অভিযান করার পরিকল্পনা বাদ দিন। আসলে বিজেপি বোকা, সিপিআইএম আপনাদের দেয় ধোঁকা আর কংগ্রেস বিজেপ-সিপিআইএম’এর পোকা। মিথ্যা কথা বলা, কুৎসা করা ছাড়া ওদের কোনো কাজ নেই। বিজেপি যে রাজ্যগুলিতে শাসন করছে সেখানে প্রতিশ্রুতি দিয়ে একটা কথাও রাখতে পারেনি।