ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ: মমতা

  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ। তার অভিমত সিবিআই, ইডি’এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকে ব্যবহার না করে কেন্দ্রীয় সরকারের উচিত দেশের অর্থনৈতিক সঙ্কট নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা।

সোমবার বিকালে রাজ্য সরকারের সচিবালয় নবান্ন’এ সংবাদ সম্মেলন করতে গিয়ে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা। তিনি বলেন ‘আজকে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।

কারণ শ্রীলঙ্কা-শ্রলঙ্কাই এবং ভারত-ভারতই। কিন্তু কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই। গত এগার দিনে তেরো বার পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে। প্রভিডেন্ড ফান্ডে সুদের হার কমেছে।
রেল, সেল, ব্যাংক, বীমা-সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে। এই অবস্থায় কেন্দ্র সহযোগিতার হাত না বাড়িয়ে যে ডালে বসছে সেই ডালই কেন্দ্রীয় সরকার ও বিজেপি কাটছে, কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য। আগামী দিন যদি দেশের সর্বনাশ হয়, তবে তার আঁচ থেকে কেউ বাঁচবে না। আমি মনে করে কেন্দ্রীয় সরকারের উচিত প্রতিটি রাজনৈতিক দলগুলির নেতৃত্বকে ডেকে কিভাবে অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করা উচিত তা নিয়ে কথা বলা। ’ 

মমতার হুঁশিয়ারি ‘আজ বর্ধমানে একটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।



যে কোন দুর্ঘটনাই দুঃখের। আমি নিশ্চয় পরিবারগুলিকে সাহায্য করবো। কিন্তু তা নিয়ে কি পরিকল্পনা করতে হবে যে মমতা ব্যানার্জির শাড়িতে কবে কালি দেব? মমতার শাড়িতে কালি দিলে মমতা ব্যানার্জিও কিন্তু জানে যে কিভাবে মোবিল ঢালতে হয়। ’ একসময় বিরোধীদের নিশানা করে তিনি বলেন ‘দয়া করে দেশলাই জ্বালাবেন না। মনে রাখবেন বাংলাটা দেশের বাইরে নয়। ’

তার সংযোজন ‘কাউকে মেরে তার লাশ নিয়ে ‘নবান্ন’ অভিযান করার পরিকল্পনা বাদ দিন। আসলে বিজেপি বোকা, সিপিআইএম আপনাদের দেয় ধোঁকা আর কংগ্রেস বিজেপ-সিপিআইএম’এর পোকা। মিথ্যা কথা বলা, কুৎসা করা ছাড়া ওদের কোনো কাজ নেই। বিজেপি যে রাজ্যগুলিতে শাসন করছে সেখানে প্রতিশ্রুতি দিয়ে একটা কথাও রাখতে পারেনি। 

সূত্রঃ বিডিপ্রতিদিন ৪ এপ্রিল 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম