এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ক্লোজড হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
টিপকাণ্ড নিয়ে সারাদেশে তোলপাড়ের রেশ কাটার আগেই সিলেটে নারীর পোষাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলী। টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের সমালোচনা করে আপত্তিজনক ফেসবুক পোস্ট দেওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। যদিও লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন, তবে এর আগেই তার স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
সূত্র ঃঃবিডি প্রতিদিন