দিনাজপুরের বীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ৬২ হাজার ২০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতারিত মুক্তিযোদ্ধা।
![]() |
ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা |
ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা গোলাম নবী দুলাল
উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ মদন মোহন বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মোবাইল নম্বর (০১৮৭২৮৪৮৩৯৮) থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বলেন, ‘আপনার এলাকার মুক্তিযোদ্ধাদের এই ফোন নম্বরেই জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি এখনই জানিয়ে দেন।’ ওনার নির্দেশনা মোতাবেক আমার এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজকে না পেয়ে তার ছেলেকে ইউএনও পরিচয়দানকারী ব্যক্তির মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলি। পরে রাতে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ জানান, উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দানকারী ব্যক্তি অনুদান প্রদানের কথা বলে ওনার কাছে টাকা চেয়েছেন।
মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ বলেন, ‘মোবাইল ফোনে আমার ছেলের কাছে বিষয়টি অবহিত হয়ে নম্বরটিতে ফোন দিই। ফোনে তিনি নিজেকে বীরগঞ্জ উপজেলার নতুন ইউএনও পরিচয় দিয়ে জানান, ১২ জন মুক্তিযোদ্ধার নামে জনপ্রতি ২ লাখ ৯৫ টাকা এককালীন অনুদান এসেছে। তবে প্রত্যেকের নামে অ্যাকাউন্টে সাড়ে ৬২ হাজার টাকা জমা দেখাতে হবে। এই টাকাটা কি আপনি দিতে পারবেন। আমি তাকে জানিয়ে দিই, এ মুহূর্তে আমার এত টাকা নেই। প্রত্যুত্তরে আজ আমি ব্যাংক থেকে টাকা তুলেছি বিষয়টি স্মরণ করিয়ে দেন। আমি অবাক হয়ে বলি, সেই টাকা খরচ হয়ে গেছে বলে ফোনটি কেটে দিই। বিষয়টি আমার সন্দেহ হলে আমি তাৎক্ষণিকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়কে অবহিত করি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায় বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে এ বিষয়ে সতর্ক করে মোবাইল করি। পাশাপাশি এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং বীরগঞ্জ থানার ওসিকে অনুরোধ করি। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওনারা আশ্বস্ত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, ‘একশ্রেণির প্রতারক চক্র দেশে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কৌশলে তাদের নানাভাবে প্রতারিত করে যাচ্ছে। বিশেষ করে বড় উৎসব ঘিরে চক্রটির অপতৎপরতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্কতার জন্য আমরা বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছি।