সর্বশেষ ০১ মে ২০২৫ মুক্তিযুদ্ধা মন্ত্রনালয় প্রকাশিত সংবাদ ( muktijuddha news bangladesh)sainiktvnews

 

সর্বশেষ ০১মে ২০২৫ মুক্তিযুদ্ধা মন্ত্রনালয় প্রকাশিত সংবাদ ( muktijuddha news bangladesh)

সর্বশেষ ০১ মে ২০২৫ মুক্তিযুদ্ধা মন্ত্রনালয় প্রকাশিত সংবাদ ( muktijuddha news bangladesh)sainiktvnews

পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানের বিষপানে আত্মহত্যার চেষ্টা। 

পাঁচবিবিতে পারিবারিক দণ্ডের জের ধরে আপন ভাগ্নের মানসিক নির্যাতন সইতে না পেরে বীর মুক্তিযোদ্ধার সন্তান বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরের পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মৃত শাহার আলী কবিরাজের ছেলে বুলুমিয়া প্রতিবেশি আপন ভাগ্নের দেয়া মানষিক আঘাতে অভিমান বশত ঘরে রক্ষিত কীটনাশক পান করে কোদাল হাতে সরকারি কবরস্থানে গিয়ে নিজেই নিজের কবর খুড়ে শেষ মুহুর্তে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানিয় লোকজন উদ্ধার করে হিলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। ৪৮ ঘণ্টার অবজারভেশনে রয়েছে।

আরো জানা যায়, বুলুমিয়া তার নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে পাশের বাড়ীর মালিক বুলু মিয়ার আপন ভাগ্নে সাবেক বিজিবি সদস্য মিজানুর রহমান লুটু তার দুই ছেলেকে নিয়ে নির্মান কাজে বাধা দেয় এবং দেশিয় অস্ত্র নিয়ে ভয়ভিতি প্রদর্শন করে। একসময় বুলুমিয়ার বেড়ার ঘর ও নিরাপত্তা বেষ্টুনি ভেঙে গুড়িয়ে দিয়ে প্রাননাশের হুমকি দেন। বিষয়টি স্থানিয় চেয়ারম্যান, মেম্বার বারবার সমাধান করে দিলেও মিজানুর রহমান লুটু কাউকে তোয়াক্কা না করে গন্ডগোলের পথ বেছে নেয়। বুলুমিয়া এখন জীবন মৃর্ত্যুর সন্ধিক্ষনে, গ্রামবাসী ও পরিবার এর সঠিক বিহিত ব্যবস্থা কামনা করছে।তথ্য সুত্র NewsG24

মুক্তিযোদ্ধা হেলেন করিমের মৃত্যুবার্ষিকী


আগামীকাল মুক্তিযোদ্ধা হেলেন করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী। দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করবে তার পরিবার। প্রয়াত সাংবাদিক এম এ করিমের স্ত্রী হেলেন করিম বাংলা একাডেমির আজীবন সদস্যের পাশাপাশি উদীচী, খেলাঘর আসর ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছিলেন। ২০১৭ সালের ২ মে হেলেন করিম ইন্তেকাল করেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার ছেলের মধ্যে মেজো ছেলে মির্জা মেহেদী তমাল বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।তথ্য সুত্র বাংলাদেশ প্রতিদিন 

১৫ দিনের যোদ্ধারা ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করছে : সোহেল


এনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ১৫ দিনের যোদ্ধারা ১৫ বছরের মুক্তিযোদ্ধাদের সব অবদান অস্বীকার করে বলছে তাদের কোনো অবদান নাই। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
ক্ষোভ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, ‘১৫ দিনের মুক্তিযোদ্ধারা অন্য সবার অবদান অস্বীকার করে বলছে তারাই সবকিছু করেছে, অন্যরা কিছু করেনি।’

ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে মন্তব্য করে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আমরা চাই ছাত্রনেতারা হোক নির্লোভ ও আদর্শবান। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছাত্র রাজনীতির নামে দুর্নীতি আর ক্ষমতার লোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের বিরাট ক্ষতি করছে। আজ যখন দেখি আমাদের ছোট ভাইদের কেউ পিএস, কেউ এপিএস হয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন খুব কষ্ট লাগে। মানুষ এখন ছাত্রনেতাদের দিকে অবিশ্বাসের চোখে তাকায়।’

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এটা কি অন্যায়? বিএনপি নির্বাচন চাইলেই বলা হয়, তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে অসুবিধা কোথায়? তাহলে কি বিএনপি ক্ষমতায় যাবে বলেই অন্যরা নির্বাচনের বিরোধী করছেন?’

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আমরা আন্দোলন স্থগিত রেখেছি, কিন্তু ভুলে গেলে চলবে না যে, গত ১৫ বছরে আমরা আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি। বর্তমানেও আন্দোলন বন্ধ করে দেইনি। সীমা অতিক্রম করলে আবারও রাজপথে নামবে বিএনপি। বিএনপি ছাড়া কোনো দল সাহস করেনি আমাদের সঙ্গে আন্দোলনে নামার। 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে দিনভর নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্লোগান মুখর নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হন। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।তথ্য সুত্র এন টীভি অনলাইন। 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম