অবশেষে কাপুর ও ভাট পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে। আগামী সপ্তাহে আলিয়া ভাট ও রণবীর কাপুরের চার হাত এক হতে চলেছে। ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে মুম্বাইয়ে তাঁদের বিয়ের আসর বসছে। এরই মধ্যে ফাঁস হয়েছে এই তারকা দম্পতির বিয়েতে বিটাউন থেকে কোন কোন তারকা উপস্থিত থাকতে পারেন।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া আর রণবীরের একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়; যদিও আলিয়ার ছোটবেলার ‘ক্রাশ’ রণবীর। এ কথা আলিয়াই বলেছিলেন। এমনকি আলিয়া তাঁর ঘরে রণবীরের এক বিশাল পোস্টার লাগিয়েছিলেন। কৈশোরের সেই ফ্যান্টাসি, অর্থাৎ রণবীর আজ তাঁর জীবনসঙ্গী হতে চলেছেন। মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটেতে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে তাঁদের বিয়ে হবে বলে জানা গেছে। এখানেই রণবীরের বাবা-মা, অর্থাৎ ঋষি ও নিতু কাপুর গাঁটছড়া বেঁধেছিলেন।
আলিয়া-রণবীরের বিয়ের আসর যে তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। এদিকে খবর যে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিয়ের দিন আমন্ত্রণ জানানো হয়েছে।
রণবীর-আলিয়ার বিয়েতে কারা কারা দাওয়াত পেয়েছেন
bySainik tv
-