বীর মুক্তিযোদ্ধার কোটি টাকা সম্পত্তি দখল আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় ব্যক্তি যৌথভাবে চেষ্টা

 বীর মুক্তিযোদ্ধার কোটি টাকা সম্পত্তি দখল আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় ব্যক্তি যৌথভাবে চেষ্টা

বীর মুক্তিযোদ্ধার কোটি টাকা সম্পত্তি দখল আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় ব্যক্তি যৌথভাবে চেষ্টা
ছবি ঃ সংগৃহীত 


স্টাপ রিপোর্ট ঃ বাগেরহাটের এক বীর মুক্তিযোদ্ধার প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবর দখলের জন্য নানামূখী অত্যাচার ও হুকমী-ধামকি দিচ্ছে প্রভাবশালী একটি মহল। আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় ব্যক্তি যৌথভাবে তাঁর পৈতিৃক সম্পত্তিতে স্থাপিত মার্কেটে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। তারা যে কোনভাবে এই মুক্তিযোদ্ধা পরিবারটিকে দেশ ছাড়া করার ঘোষণা দিয়েছে। এ অবস্থায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস ও তার পরিবার নিদারুন উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন। আজ শনিবার (৭-মে) দুপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।


আরও পড়ুন >>বকেয়া মন্মানি ভাতা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন

অশীতিপর বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর মালগাজি গ্রামে (চৌকিদারের মোড়) তার পৈতিৃক সূত্রে পাওয়া জমির উপর একটি মার্কেট রয়েছে। এ মার্কেটের আয়ের উপর তার পরিবার পরিজনের ভরন পোষন চলে। কিন্তু মার্কেটটি জবর দখলে প্রভাবশালী একটি দখলবাজ মহলের লোলুপ দৃষ্টি পড়ে। নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় হওয়ায় শুরু হয় তার ওপর অত্যাচার, নির্যাতন। মোংলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহেদ মুরাদ, পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেনের যৌথ সিন্ডিকেটের নেতৃত্বে প্রভাবশালী মহলটির ক্যাডার বাহিনী ইতিমধ্যে মার্কেটটি জবর দখলে নেয়ার উদ্দেশ্যে তাদের নামে জায়গার মালিকানার সাইন বোর্ড ঝুলিয়েছে। একইসাথে অহরহ নানাপ্রকার নির্যাতন-অত্যাচার, ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। তাদের অব্যাহত হুমকির কারণে পরিবার পরিজন নিয়ে তিনি সন্ত্রস্ত্র দিন যাপন করছেন। 


আরও পড়ুন >>বীর মুক্তিযোদ্ধাকে মারধর

এ কুচক্রী মহলটি মার্কেটটি অবৈধভাবে তাদের দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সংঘবদ্ধ চক্রটি আমাকে দেশ ছাড়া করার বিভিন্ন ষড়যন্ত্র করছে।' তিনি এ বিষয়ে প্রতিকারের আশায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেন।সম্পত্তি দখলের বিষয়ে সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন, তারা বৈধভাবে ওই সম্পত্তির বায়না চুক্তি ও সাইন বোর্ড সাটিয়েছেন। আর বায়নাচুক্তি সূত্রে ওই জমির মালিক (৬জন) দাবি করে ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন বলেন, তারা কাউকে হুমকি-ধামকী কিংবা জবর দখল করেননি। এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহেদ মুরাদের ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন >>মুক্তিযোদ্ধার সন্তান সহ জোড়া খুন ঈদের দিনে



নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম