স্টাপ রিপোর্টঃ ভুয়া মুক্তিযোদ্ধা হটাতে শেরপুরের মানববন্ধন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার' এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ ও ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ মে) সকাল ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পৌরশহরের চার রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
![]() |
ছবি সংগৃহীত ঃ ভুয়া মুক্তিযোদ্ধা হটাতে শেরপুরের মানববন্ধন। |
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ আরও অনেকে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের সভাপতি তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় মানববন্ধনে ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা গেজেট থেকে বাতিলসহ মুক্তিযোদ্ধা বানানোর কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সূত্রঃসময় ২১ মে ২০২২