![]() |
ছবিঃসংগৃহীত |
আজকের মুক্তিযোদ্ধা খবরঃ মুক্তিযোদ্ধার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ রামগঞ্জে।লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার-গুপ্তি সড়কের দরগাবাড়িসংলগ্ন স্থানে হামলার এ ঘটনা ঘটে।
পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার থানায় একটি অভিযোগ দিয়েছেন।
গোলাম মোস্তফা ভূঁইয়ার অভিযোগ, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়ার নেতৃত্বে এ হামলা করা হয়। থানার অভিযোগেও তিনি নাঈমের নাম উল্লেখ করেছেন।
গোলাম মোস্তফা আরও বলেন, আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ কারণে তাঁর ওপর হামলা করানো হয়েছে। চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর ওপর এ হামলা করে। তাঁদের মধ্যে নাঈম ভূঁইয়াকে তিনি চিনতে পেরেছেন।এ ব্যাপারে জানতে চাইলে নাঈম ভূঁইয়া বলেন, 'ঘটনাটি শুনেছি। কে বা কারা হামলা করেছে, তা জানি না। এ ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নয়।'
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে।
সূত্রঃপ্রথম আলো ১ জুন