আন্তর্জাতিক
জার্মানি পড়েছে এবার বিপদে, খরচ বাড়বে ৫.৪ বিলিয়ন ডলার।
এক কথায় বিপদে পড়ে গেছে জার্মানি। রাশিয়ার কাছ থেকে গ্যাস না পেলে জ্বালানি খাতে বছরে দেশটির অতিরিক্ত খরচ হবে ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। গ্যাজপ্রম জার্মানিয়া ও এর সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। যার দরুন জার্মান করদাতা ও গ্যাস ব্যবহারকারীরা বিপাকের মুখে পড়েছেন। শিল্প প্রতিনিধিদের বরাত দিয়ে জার্মান পত্রিকা ওয়েলট অ্যাম সনট্যাগ এ খবর দিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।খবরে বলা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে বার্লিন শীর্ষ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জার্মানিয়াকে ট্রাস্টি ব্যবস্থাপনার অধীনে ছেড়ে দেয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাশিয়া গত মে মাসে গ্যাজপ্রম জার্মানিয়ার সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি গ্যাজপ্রমের জার্মান সহযোগী প্রতিষ্ঠান ছিল।তারপর থেকে বুন্দেসনেটজাজেন্টুর জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি জার্মানিয়ার ট্রাস্টি হিসাবে কাজ করছে। জার্মান পৌরসভার ইউটিলিটি ও আঞ্চলিক সরবরাহকারীদের সাথে চুক্তি পূরণ করতে অন্য সোর্স থেকে গ্যাস কিনতে হচ্ছে।
জার্মানির ওই পত্রিকাটি রিপোর্ট করেছে, অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক জানিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত ১০ মিলিয়ন ঘনমিটার গ্যাস প্রয়োজন। যার জন্য বর্তমানে বছরে প্রায় ৩.৫ বিলিয়ন ইউরো অতিরিক্ত খরচ হবে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। এ বছর জ্বালানি চালান থেকে যে লাভ এসেছে, তাতে একটি বড় অগ্রগতির পূর্বাভাস পাওয়া গেছে। আগামী বছরগুলোর জন্য কোনো ভাবনা নেই।
বসনিয়ান সার্ব টিভি স্টেশনের সাথে কথা বলছিলেন ল্যাভরভ। সেখানে তিনি বলেন, পশ্চিমের নীতির ফলে জ্বালানির মূল্যের স্তরে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। আমরা বাজেট অনুযায়ী আমরা কোনো ক্ষতির মুখে পড়িনি। উল্টো এ বছর জ্বালানি সম্পদ রপ্তানি থেকে আমাদের মুনাফা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। আগামীতেও এই সফলতা ধরে রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
সুত্রঃ24live 5 jun 2022