মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃত্বে মেহেদী ও সেলিম sainiktvnews

 

ফের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃত্বে মেহেদী ও সেলিম
ছবিঃসংগৃহীত 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন সেলিম রেজা। এ দুই নেতা বিগত কমিটিরও নেতৃত্বে ছিলেন। পুনরায় সংগঠনের নেতৃত্বে আসার পর মঙ্গলবার তারা ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুই পর্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় পঞ্চবার্ষিকী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।


বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী সাব সেক্টর কমান্ডার (সেক্টর-৮) বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা জেলা ইউনিট কমান্ড’র সাবেক কমান্ডার ও বিভাগীয় কমান্ডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু সাঈদ মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সালাম খান।


কাউন্সিল অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টুকে নির্বাচন কমিশনের আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ফজলে আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনকে সদস্য করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের আহ্বায়ক আব্দুস সামাদ পিন্টু সভাপতির নাম প্রস্তাব আহ্বান করলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হাসান ফয়সাল মেহেদী হাসানের নাম প্রস্তাব করেন।


জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ময়না খন্দকার তা সমর্থন করলে উপস্থিত সকল কাউন্সিলরের সমর্থনে মেহেদী হাসান সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব আহ্বান করলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাকসুদা সুলতানা ঐক্য সেলিম রেজার নাম প্রস্তাব করলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের সভাপতি আব্দুর রায়হান তা সমর্থন করেন।


কাউন্সিলরদের সমর্থনে সেলিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের আহ্বায়ক আব্দুস সামাদ পিন্টু ১৭১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রথম পর্যায়ে সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচন করে বাকি ১৬৯ জনের দায়িত্ব সভাপতি/সাধারণ সম্পাদকের ওপর প্রদান করেন।

সুত্রঃকালের কন্ঠ

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম