আগামী ২৫ নভেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ভারতের দলটির। সেই দলে আছেন চেতেশ্বর পুজারা, উমেশ যাদব, কেএস ভরতরাও। ডিসেম্বরে সাকিব আল হাসান-তামিম ইকবালদের মুখোমুখি হওয়ার আগে বাড়তি প্রস্তুতি নিতেই 'এ' দলের সঙ্গে সফরে এসেছেন তারা।
বাংলাদেশে পৌঁছে তিনদিন অনুশীলনের পর ২৯ নভেম্বর কক্সবাজারে প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচের ভেন্যু শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া স্টেডিয়াম। প্রথম ম্যাচ শেষে আবারও তিনদিনের বিরতি, এরপর ছয় ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
ছবি ঃ সংগৃহীত |
বাংলাদেশ সফরের ভারত 'এ' দল
অভিমান্যু ইশ্বরন, রোহান কুন্নুম্মল, যশস্বী জয়সওয়াল, যশ ঢুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, কেএস ভরত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদিপ সাইনি, অতিত শেঠ, চেতেশ্বর পুজারা ও উমেশ যাদব।
চলতি নভেম্বরেই ভারত 'এ' দল আসছে লাল সবুজের প্রতিনিধিদের সঙ্গে সিরিজ খেলতে। দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে।