সর্বশেষ ২ মে ২০২৫ আলোচিত সকল খেলার সংবাদ sports news today sainiktv news

সর্বশেষ ২ মে ২০২৫ আলোচিত সকল খেলার সংবাদ sports news today sainiktv news

সর্বশেষ ২ মে ২০২৫ আলোচিত সকল খেলার সংবাদ sports news today sainiktv news


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা।


২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা।


প্রিমিয়ার লিগে বিপর্যস্ত ম্যানইউ–টটেনহাম এখন ইউরোপার ফাইনালের পথে।


এশিয়া ও আফ্রিকা সফরে ৪ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসিও যাচ্ছেন দলে।


অবশেষে নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান।


ইমার্জিং সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা।
তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আসন্ন সিরিজটি সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার (২ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। 
এ ছাড়া ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়। 

বাংলাদেশ ইমার্জিং দল: জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বৃহস্পতিবার (১ মে) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করে। 

এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে। যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।
টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।  

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, 'লর্ডস ২০১৭ সালে নারী ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছিল। এই ভেন্যুতে আবারও ফাইনাল আয়োজন করাটা এক বিশাল মুহূর্ত। পাশাপাশি, ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিকেও এটা এক গুরুত্বপূর্ণ ধাপ।'
 
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।

প্রিমিয়ার লিগে বিপর্যস্ত ম্যানইউ–টটেনহাম এখন ইউরোপার ফাইনালের পথে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের বাজে পারফরম্যান্সে সমালোচিত ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার্স ইউরোপার মঞ্চে দেখাচ্ছে একেবারে ভিন্ন রূপ। লিগ টেবিলে যথাক্রমে ১৪ ও ১৬ নম্বরে থাকা এই দুই দল ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে।
বৃহস্পতিবার (১ মে) রাতে ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে ৩–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ইংল্যান্ডেরই ক্লাব টটেনহাম নরওয়েজিয়ান দল বোডো/গ্লিমটকে হারিয়েছে ৩–১ গোলে। এই দুটি ফলাফলের পর ২২ মে স্পেনের সান মেমেসে হতে যাওয়া ফাইনালে দেখা যেতে পারে দুই ইংলিশ ক্লাবের দ্বৈরথ।

সেমিফাইনালের প্রথম লেগে বিলবাওয়ের মাঠেই প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ম্যাচের ৩০ মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রুবেন আমোরিমের দল। এরপর ৩৫ মিনিটে ইউনাইটেড ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাও ডিফেন্ডার দানি ভিভিয়ান। এই ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ করেন দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে তাঁর দ্বিতীয় গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৩–০। দ্বিতীয়ার্ধে বিলবাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যবধান কমাতে পারেনি।

তবে বড় জয়ের পরও সতর্ক অবস্থানে রয়েছেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। তিনি বলেন, 'আমার খেলোয়াড়দের এখন পরের লেগ নিয়ে ভাবতে হবে। প্রথম ২০ মিনিটেই খেলা ঘুরে যেতে পারে। কারণ, এখন আর অ্যাওয়ে গোলের সুবিধা নেই।'

এদিকে টটেনহামও ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ব্রেসনান জনসন। এরপর ৩৪ মিনিটে জেমস ম্যাডিসন এবং ৬১ মিনিটে ডমিনিক সোলাঙ্কি গোল করে ব্যবধান ৩–০ করেন। শেষদিকে বোডোর পক্ষে একমাত্র গোলটি করেন উরিক সল্টনেস।


টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লু বলেছেন, 'দল যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। আমাদের যা দরকার ছিল, মাঠে ঠিক সেটাই হয়েছে।'

প্রিমিয়ার লিগে ব্যর্থ হলেও ইউরোপা লিগে এই দুটি ক্লাবের পারফরম্যান্স যেন প্রমাণ করে দিচ্ছে, মঞ্চ ভিন্ন হলে মনোভাবও বদলে যায়। এখন দেখার বিষয়, ফিরতি লেগে কী হয় এবং সত্যিই কি দেখা যাবে 'অল ইংল্যান্ড' ফাইনাল?।

এশিয়া ও আফ্রিকা সফরে ৪ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসিও যাচ্ছেন দলে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিনটি দেশে সফর করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ সফরে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। দলটির সঙ্গে সফরে থাকবেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে চীনে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ চীন ছাড়াও আরেকটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

চীন সফর শেষে নভেম্বর মাসে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় যাবে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর নিজেদের মাঠে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

বৈঠক শেষে সিমোয়েস রেডিও স্টেশন আরএনএ-তে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মেসির অ্যাঙ্গোলা সফরের সম্ভাবনা বেশ উজ্জ্বল। তিনি বলেন, তাপিয়া বৈঠকের সময় সরাসরি মেসিকে ফোন করে ২০০৬ সালের একটি প্রীতি ম্যাচের কথা স্মরণ করিয়ে দেন। ওই ম্যাচে ইতালিতে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।


অ্যাঙ্গোলা সফর শেষে কাতারে যাবে আর্জেন্টিনা দল। মধ্যপ্রাচ্যের এই দেশেই ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা। এবার সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। কাতার সফরের প্রতিপক্ষও এখনো চূড়ান্ত হয়নি।

এ দিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গত মার্চে বিশ্বকাপ নিশ্চিত করার দিনই তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারায়।

বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। এরপর বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের জুনে। তাই এর আগ পর্যন্ত ম্যাচ খেলার মধ্যেই থাকতে চায় দলটি। সেজন্য ফিফা উইন্ডো কাজে লাগিয়ে আগে থেকেই প্রতিপক্ষ নির্ধারণের কাজ করছে এএফএ।

প্রসঙ্গত, কাতার জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ ট্যাক্টেশিয়ান হুলেন লোপেতেগি। তিনি এর আগে স্পেন জাতীয় দল, রিয়াল মাদ্রিদ, সেভিয়া, পোর্তো, উলভারহ্যাম্পটন এবং ওয়েস্ট হ্যামের কোচ ছিলেন। তার অধীনে আর্জেন্টিনার বিপক্ষে কাতার ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশেষে নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান। আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধাওয়ান।
সেই পোস্টে ভারতের সাবেক ওপেনার লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি। সেই পোস্টে ধাওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ধাওয়ান ও এক বিদেশিনীকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছিল। গুঞ্জনের সূত্রপাত হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়, যখন গ্যালারিতে একসঙ্গে দেখা যায় ধাওয়ান ও সোফিকে। যদিও তখন এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ধাওয়ান, তবে এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে সোফির উপস্থিতি ইঙ্গিত দিয়েছিল বিশেষ সম্পর্কের।


সোফি শাইন পেশায় একজন কনসালট্যান্ট। তিনি কাজ করছেন আমেরিকার বাণিজ্যিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্দার্ন ট্রাস্ট করপোরেশন-এ, যার দুবাইয়ে অফিস রয়েছে। সেখানেই ধাওয়ানের সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গেছে।


শিখর ধাওয়ান ২০১২ সালে বিয়ে করেছিলেন আয়েশা মুখার্জিকে। যিনি তার থেকে দশ বছরের বড়। ২০২৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার অভিভাবকত্ব পেয়েছেন ধাওয়ানের সাবেক স্ত্রী। 

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধাওয়ান। ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০ হাজার ৮৬৭ রান করা এই ওপেনার।
তথ্য সূত্র ইত্তেফাক








নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম