মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দ প্রদান প্রসংগে ২২/০৯/২০২১

 Soinik tv news।।সৈনিক টিভি নিউজ।। ২২/০৯/২০২১

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দ প্রদান প্রসংগে

২০২১-২০২২ অর্থ বছরে মুক্তি যোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহ ইজারালব্দ আয়ের উৎস থেকে ০৪% সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা জন্য ব্যয় করা হবে।এই নিয়ে এ মন্ত্রণালয়  গত ২৩/০৭/২০১৮ তারিখে জারিকৃত পরিপত্র,নীতিমালা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ সেবা বিভাগ,সাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সাক্ষরিত সমঝোতা স্মারক  অনুসারে শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে উপজেলা সাস্থ কমপ্লেক্স রাজাপুর ঝালকাঠি এ অনুকূলে ১০০০০০ (এক লক্ষ) টাকা বরাদ্দ প্রদান করা হলো।



এই ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অধিনে সন্মানিত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা জন্য দেশের সকল সরকারি হাট-বাজাত ইজারালব্দ আয়ের উৎস তহবিল থেকে ০৪% অর্থ বহন করা হবে।


Soinik tv news।।সৈনিক টিভি নিউজ



নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম