সোনালী ব্যাংক লিমিটেড থেকে ঋণের জন্য আবেদন। ২৩/০৯/২০২১

 soinik tv news।। সৈনিক টিভি নিউজ 

সোনালী ব্যাংক লিমিটেড থেকে ঋণের জন্য আবেদন। 

রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড সন্মানিত বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সন্মানি ভাতা ভুগীদের অনুকূলে এক লক্ষ টাকা হইতে সর্বচ্চ পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সন্মানিত বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড হইতে (০১-০৫)এক থেকে পাঁচ লক্ষ টাকা লোন গ্রহণের জন্য যে সকল কাগজ পত্র প্রমানাদি প্রয়োজন হবে বিস্তারিত দেখুন। 


   ঋণ আবেদনকারি প্রয়োজনীয় তথ্য 

(০১) আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের  ফটোকপি ০১ টি।

(০২) আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।

(০৩) আবেদনকারীর প্রমানক-লাল মুক্তি বার্তা,ভারতীয় তালিকা অথবা বেসামরিক গেজেট এর স্পষ্ট ফটোকপি

(০৪) সন্মানিত বীর মুক্তিযোদ্ধা এম আই এস এর ফটোকপি 

(০৫) সন্মানি ভাতা বই ও ব্যাংকের চেক বইয়ের ফটোকপি 

(০৬) এবং দুই জন সাক্ষীগনের নাম,দুই জনের এক       কপি করে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয়         পরিচয় পত্রের ফটোকপি 

(ক) এক জন বীর মুক্তিযোদ্ধা 

(খ) আবেদনকারীর পরিবারে যে কোন এক জন সদস্য।

এই ছাড়া সন্মানিত বীর মুক্তিযোদ্ধা যদি পূর্বে কোন রকম ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন নতুন এই লোনের জন্য আপীল করার আগে ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম