বীর মুক্তিযোদ্ধা অনুকূলে ব্যাংক ঋণ।। কিস্তি প্রতি মাসে কত টাকা

 sainik tv।। সৈনিক টিভি 


বীর মুক্তিযোদ্ধা অনুকূলে ব্যাংক ঋণ।। কিস্তি প্রতি মাসে কত টাকা 

রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এখন থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তান সন্মানিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে সহজ শর্তে সরল সূদে (০৭%) হারে। ০৮ টি ক্যাটাগরিতে ঋণের কিস্তি পরিশোধ করার সুযোগ রয়েছে, আর এই ঋণের কিস্তি প্রতি মাসে সন্মানিত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সন্মানি ভাতা থেকে কেটে নেওয়া হবে তবে ঋণের টাকা পরিমাণ উপর ভিত্তি করে ক্যাটাগরি অনুযায়ী। ঋণসীমা ও পরিশোধযোগ্য মাসিক কিস্তি পরিমান টাকা। যেমন- 

sonali bank limited


(ক) এক লক্ষ টাকা ঋণসীমা 


 (০১) ০৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১১,৬৩১/- টাকা।

 (০২) ২১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৫১৫২/- টাকা।

 (০৩) ৩৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৩৩৮৫/- টাকা।

 (০৪) ৪৫ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ২৫৬১/- টাকা।

 (০৫) ৫৭ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ২০৮৩/- টাকা।

 (০৬) ৬৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৭৭২/- টাকা।

 (০৭) ৮১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৫৫১/- টাকা।

 (০৮) ৯৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৩৯০/- টাকা।

 

 ( খ) দুই লক্ষ টাকা ঋণসীমা

 

 ০১) ০৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ২৩২৬২/- টাকা।

 (০২) ২১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১০৩০৪/- টাকা।

 (০৩) ৩৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৬৭৭০/- টাকা।

 (০৪) ৪৫ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৫১২২/- টাকা।

 (০৫) ৫৭ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৪১৬৬/- টাকা।

 (০৬) ৬৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৩৫৪৪/- টাকা।

 (০৭) ৮১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৩১০৪/- টাকা।

 (০৮) ৯৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৭৮০/- টাকা।


(গ) তিন লক্ষ টাকা ঋণসীমা 


০১) ০৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৩৪৮৯০/- টাকা।

 (০২) ২১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৫৪৫৩/- টাকা।

 (০৩) ৩৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১০১৫২/- টাকা।

 (০৪) ৪৫ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৭৬৭৯/- টাকা।

 (০৫) ৫৭ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৬২৪৭/- টাকা।

 (০৬) ৬৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৫৩১২/- টাকা।

 (০৭) ৮১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৪৬৫৫/- টাকা।

 (০৮) ৯৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৪১৬৭/- টাকা।


(ঘ) চার লক্ষ টাকা ঋণসীমা 


০১) ০৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৪৬৫২০/- টাকা।

 (০২) ২১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ২০৬০৪/- টাকা।

 (০৩) ৩৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৩৫৩৭/- টাকা।

 (০৪) ৪৫ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১০২৩৮/- টাকা।

 (০৫) ৫৭ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৮৩২৮/- টাকা।

 (০৬) ৬৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৭০৮৪/- টাকা।

 (০৭) ৮১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৬২০৭/- টাকা।

 (০৮) ৯৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৫৫৫৭/- টাকা।


(ঙ) পাঁচ লক্ষ টাকা ঋণসীমা 


০১) ০৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৫৮১৪৯/- টাকা।

 (০২) ২১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ২৫৭৫৫/- টাকা।

 (০৩) ৩৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১৬৯২০/- টাকা।

 (০৪) ৪৫ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১২৭১৮/- টাকা।

 (০৫) ৫৭ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ১০৪১০/- টাকা।

 (০৬) ৬৯ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৮৮৫৪/- টাকা।

 (০৭) ৮১ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৭৭৫৮/- টাকা।

 (০৮) ৯৩ কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে ৬৯৪৬/- টাকা।


এই ছাড়া ও পূর্বে যে সকল সন্মানিত বীর মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংক লিমিটেড থেকে ঋণ গ্রহণ করেছে  তাহারা চাইলে আবার ও ঋণের জন্য আবেদন করতে পারবেন শর্ত সাপেক্ষে। পূর্বে যে পরিমান ঋণ নেওয়া হয়েছে তা থেকে কম পক্ষে ৫০% কিস্তি পরিশোধ থাকিলে আবার ও নতুন করে সর্বচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে জানিয়েছে ব্যাংক কর্মকরতা। 






নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম