নভেম্বরে হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন।

 sainik tv।। সৈনিক টিভি ০৫/১০/২০২১ তারিখ

নভেম্বরে হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন।

মাননীয় মন্ত্রী জনব আ.ক.ম মোজাম্মেল হক এমপি  নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে  বলেন,দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার টাকা হইতে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। সে সাথে সাথে অসচ্ছল ও গৃহহীন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করার জন্য  ১৫ লাখ টাকা হারে বরাদ্দ দিয়েছে।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি

০৫/১০/২০২১ তারিখ রোজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আর ও  জানিয়েছেন আগামী নভেম্বরে দিকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে দুই পক্ষের মামলায় কারনে মুক্তিযোদ্ধা সংসদের ভোট বাতিল করা  হয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞা ছিল।তবে এই মুহূর্তে কোনো রকম ঝেমেলা নেই তাই যত সম্ভব খুব দ্রুত নির্বাচন হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেছেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর,আর ও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী-২,এই ছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাবু কান্তি ভূষণ সহ সাবেক উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।






নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম