আর ও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল।

 sainik tv।। সৈনিক টিভি 

আর ও ৩০ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল।

বাংলাদেশের মহান স্বাধীনতা ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কোন ধরনের প্রমাণক তথ্যদি না থাকায় আরও ৩০ জনে মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ১৮ অক্টোবর ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে  করা হয়েছ জামুকার ৬৮ তম সভায় সুপারিশের ভিত্তিতে  এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামুকা সর্বশেষ খবর


যে সকল মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে 

 মৌলভীবাজারের উত্তম দাস, 

মাগুরার মো. ফুল মিয়া,

কুমিল্লার প্রয়াত সাদেক আলী, আব্দুল গফুর আজাদ, 

যশোরের প্রয়াত অমূল্য রতন বিশ্বাস, 

চাঁদপুরের মো. শফিকুর রহমান হাওলাদার, মো. ফয়েজ উল্লা খান, মো. নজরুল ইসলাম, মো. খলিলুর রহমান, মৃণাল কান্তি সাহা,

জামালপুরের এ কে এম ফজলুল হক, 

নরসিংদীর আ. হাই,

নারায়ণগঞ্জের মো. তারা মিয়া, মো. নুরুল ইসলাম, প্রয়াত মো. আ. জলিল, মো. আ. হাকিম,  নীলফামারীর মো. জি এম জুলফিকার,  চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত মো. ইসাহাক মিয়া,

কুড়িগ্রামের মো. রমজান আলী, প্রয়াত অহিদ আলি,

 নওগাঁর মো. আনিছুর রহমান, মো. আনিছুর রহমান খান, মো. খোরশেদ আলী,

নাটোরের মো. সমসের আলী,মো. মমতাজ আলী মণ্ডল,

পাবনার মো. হোসেন আলী, মো. আজিজুল হক, মো. মুক্তার হোসেন এবং  মুহাম্মদ ইসমাইল হোসেন।

এই ছাড়াও স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়ে সনদ নেওয়া বিমান বাহিনী ও বিজিবি বাহিনীর

১১৮১ (এক হাজার এক শত একআশি)জনের মুক্তিযোদ্ধা সনদ গত ৭ জুন বাতিল করা হয়ছে।মুক্তিযোদ্ধা হিসেবে তাহাদের গেজেটভুক্তির কোনো ধরনের প্রমানক নথিপত্র মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে না থাকার কারণে এ সিদ্ধান্ত নেয় সরকার। তবে পরে সনদ বাতিলের ওই আদেশ স্থগিত করে হাইকোর্ট। বিষয়টি এখন পর্যন্ত  উচ্চ আদালতেই চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম