বীর মুক্তিযোদ্ধাকে অর্ধলাখ টাকা অর্থসহায়তা

  মধু বিক্রি করে সংসার চালানো বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে আর্থিক সহায়তা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।



তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারা দেশে অসহায়-দরিদ্র মানুষদের জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের ঘর তুলে দেওয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছি। তাকে অতি অল্প সময়ের মধ্যে ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, আমি নিজে আনোয়ার হোসেন আনুর ভাড়া বাসায় গিয়েছি। সেখানে তিনি দুঃখ-কষ্টে বসবাস করছেন। আশা করছি শিগগিরই তিনি নতুন আশ্রয়ে উঠতে পারবেন।


এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপপরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অর্থসহায়তা পেয়ে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু বলেন, ঢাকা পোস্টকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। আমার চিকিৎসা বন্ধ ছিল, সংসার চলত না, অন্যের বাসায় ভাড়া থাকতাম। আপনি (ঢাকা পোস্টে) নিউজ করার পর আজ আমার চিকিৎসার খরচ পেয়েছি। জেলা প্রশাসক ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি বলেছেন আমাকে ঘর দেবেন।


আনোয়ার হোসেন আনুর ছেলে হাসান বলেন, জেলা প্রশাসক স্যার বলেছেন রূপাতলীতে একটি দোকানে স্থান করে দেবেন। যেন শেষ বয়সে আব্বা সেখানে বসতে পারেন। আর আমরা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জানুয়ারি জনপ্রিয় অনলাইন ঢাকা পোস্টে ‘বীর মুক্তিযোদ্ধা ফেরি করেন মধু, স্ত্রী করেন ঝিয়ের কাজ’ শিরোনামে ভিডিওসহ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। পরে আনোয়ার হোসেনকে অর্থসহায়তা ও ঘর দেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।


এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি চিকিৎসা সহায়তায় প্রথম দফায় অর্থসহায়তা করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দফায় এই বীর মুক্তিযোদ্ধাকে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক


সূত্র ঃঢাকা পোস্ট ২৯ মার্চ 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম