শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাবা-মাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় জেলায় প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের রজনীগন্ধায় আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আমাদের বাবা-মাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হলো। এজন্য আজ আমরা শেরপুর জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডকে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবিত বাবা-মাকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যে সকল বাবা-মা তাদের সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন। সে সকল বাবা-মাকে আমরা সম্মান জানাই। আমরা জেলা প্রশাসনের পক্ষ হতে মুক্তিযোদ্ধাদের বাবা-মায়ের চিকিৎসার জন্য হেলথ কার্ড ও তাদের আবাসনের জন্য ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২০ জন মা ও চারজন বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি, তসবিহসহ কাপড় তুলে দেওয়া হয়। সংবর্ধনা ও সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা ও তাদের বৃদ্ধ বাবা-মা।
সূত্রঃDhaka Post ২ এপ্রিল