জয়ের ব্যাটিং দেখে মুগ্ধ, যা বললেন জেমি সিডন্স

 ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি করলেন তিনি। ২৬৯ বলে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়। শেষ পর্যন্ত ১৩৭ রান করে আউট হন তিনি।



তবে জয়ের ধৈর্যশীল ব্যাটিং দেখে তো রীতিমতো মুগ্ধ ব্যাটিং কোচ জেমি সিডন্স। বাংলাদেশি ব্যাটসম্যানদের দুই প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই অস্ট্রেলীয় কোচের। মাহমুদুলের মতো নিশ্ছিদ্র ব্যাটসম্যান নাকি তিনি বাংলাদেশ ক্রিকেটে খুব কমই দেখেছেন।

ম্যাচ শেষে অনলাইন সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘আমরা সবাই ওর পারফরম্যান্সে গর্বিত।

পুরো ইনিংসটিই ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। আমার মনে হয় না এর চেয়ে ভালো টেস্ট ইনিংস খুব বেশি আছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। ওর ধৈর্যটা আমার চোখে পড়েছে। আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধৈর্যটা তেমন দেখা যায় না।
সব সময়ই আলগা ব্যাটিং দেখা যায়। ’

তিনি আরও বলেন ‘জয় (মাহমুদুল) ওদের ফিল্ডারদের নিয়ে খেলেছে। সে ওভার দ্য টপে খেলেছে। তাকে তুলে মারতে দেখে দক্ষিণ আফ্রিকা যখন ফিল্ডার পেছনে নিয়েছে, তখন সে বল ঠেলে এক রান নিয়েছে। ফিল্ডিং নিয়ে খেলা, ধৈর্য নিয়ে বাজে বলের অপেক্ষা করা এবং নিজের ওপর ছয় ঘণ্টা ব্যাটিং করার বিশ্বাস রাখা—এটাই সব তরুণকে বলছি।

জয়ের ইনিংসের পর আমরা এখন ওদের কাছ থেকে আরও বড় বড় ইনিংস প্রত্যাশা করতে পারি। ’

প্রসঙ্গত, শনিবার ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছে ২৯৮ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা।


সূত্রঃবিডি প্রতিদিন ৩ এপ্রিল 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম