আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হচ্ছে এই নিয়ে যে আলোচনা তুঙ্গে।
![]() |
ছবি ঃ সংগৃহীত |
বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। আসন্ন ২২তম জাতীয় সম্মেলনের জন্য তাই তোড়জোড় চলছে দলের ভেতর। আর নেতা-কমীদের মধ্যে প্রশ্ন কে হতে যাচ্ছেন আগামী সাধারণ সম্পাদক। সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এখন ঘুরপাক খাচ্ছে বেশ কিছু নাম।
আওয়ামী লীগের বতর্মান সাধারণ সম্পাদক স্বপদে থাকছেন নাকি তাতে পরিবর্তন আসছে- এ নিয়ে জোর আলোচনা এখন রাজনীতির মাঠে। তবে যত আলোচনাই হোক, সাধারণ সম্পাদক পদের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীর চোখ দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তাঁর পছন্দের প্রার্থীকেই সম্মেলনে রায় দেন কাউন্সিলরা। এবারের ২২তম জাতীয় সম্মেলনেও এর ব্যতয় হবে না বলে মনে করা হচ্ছে।আগামী ৭ মে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আছে। সেখানে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারনা করছেন।
যে সব নাম জোরেশোরে আলোচনায় আসছে তারা হলেন- দলের সভাপতিমণ্ডলীর চার সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন; চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ আর আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
এ বিষয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানে দেশের রাজনীতির মাঠে বড় উৎসবের নাম। সম্মেলনে সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে কে এগিয়ে থাকবে তা এখনই বলা মুশকিল। দলীয় প্রধানের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে কাউন্সিলরা মতামত দেবেন। আর সবশেষ সিদ্ধান্ত নেবেন দলের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ , দীর্ঘ ৪১ বছর ধরে এই দলকে (আওয়ামী লীগ) নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম আলোচনায় আসছে তাদেরকে উনি ছাত্র অবস্থা থেকেই চেনেন। তাই কার কি যোগ্যতা আছে তা তিনিই সবচেয়ে ভালো জানেন। তিনি দলের জন্য সঠিক সিদ্ধান্তটিই নেবেন।
৭৩ বছরের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ৭৫'র ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালে দলটির দায়িত্ব নেন বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ৪১ বছর ধরে এই দায়িত্বে আছেন তিনি। বিগত ৯টি সম্মেলনে সভাপতি পদে তিনি অপ্রতিদ্বন্দ্বী। তাই সম্মেলনের বড় আকর্ষণ থাকে সাধারণ সম্পাদক পদটি নিয়ে। মুক্তিযুদ্ধের পর কেউই এ পদে টানা তিন মেয়াদে থাকতে পারেননি। এবার কি সে ধারা ভাঙতে পারবেন ওবায়দুল কাদের, নাকি আসছে নতুন মুখ? এ আলোচনাতেই এখন গরম আওয়ামী রাজনীতির মাঠ।
নেতারা বলছেন, আজকের আওয়ামী লীগ শেখ হাসিনার নিজ হাতে গড়া, তিনি যা ভালো মনে করবেন তাই হবে, সেটাই অনুমোদন দেবে কাউন্সিল।বর্তমান কমিটির মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও গুঞ্জন আছে এগিয়ে আসতে পারে সম্মেলনের তারিখ।
সূত্র ঃদেশ টিভি ৪মে ২০২২।