মুক্তিযোদ্ধা সংবাদ
ছবিঃসংগৃহীত |
বয়স্ক বীর মুক্তিযোদ্ধার জামিন নামঞ্জুরে ক্ষোভ প্রকাশ আইনজীবীদের।পটুয়াখালীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাঁদাবাজি ও হামলা মামলায় ৮৪ বছর বয়সি রহমান হাওলাদার নামে এক বীর মুক্তিযোদ্ধার জামিন নামঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ একাধিক আইনজীবী।
সোমবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক সমীর মল্লিক বীর মুক্তিযোদ্ধা রহমান হাওলাদারকে কারাগারে পাঠান। একই আদেশে আরও ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন
>> রাজ্জাক হাওলাদার (৭৯),
>> ফরিদা বেগম (৬৪)
>> ও হামিদা বেগমকে (৪৫) ।
সকল আসামি একই পরিবারের সদস্য।আসামি পক্ষের আইনজীবী সুব্রত চন্দ্র শীল বলেন, চলতি বছর ২৭ এপ্রিল রহমান হাওলাদারসহ সাতজনকে আসামি করে ওই আদালতে একটি মামলা হয়। মামলার বাদী বাউফল উপজেলার ইদ্রকুল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর শরীফ। মামলায় উল্লেখ করা হয়, সাত নম্বর আসামি রহমান হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে বাদীকে মারাত্মকভাবে আহত করেন। অথচ বাদীর কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট নেই মামলার রেকর্ডে।এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী জাহিদুল ইসলাম বলেন, উল্লিখিত আসামি যেহেতু বয়স্ক মুক্তিযোদ্ধা এবং সড়ক দুর্ঘটনায় তার ডান পা অকেজো রয়েছে , তাই ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী তিনি জামিন পাওয়ার হকদার এছাড়া ও অন্য বয়স্ক আসামি যারা রয়েছে তারাও জামিন পাওয়ার অধিকার রাখেন।
মুক্তিযোদ্ধার ছেলে নুরুল ইসলাম জানান, বাদী আলমগীর শরীফ আসামি রহমান হাওলাদার ও রাজ্জাকের সম্পর্কে ভাগিনা হন। একটি গাছ কাটা নিয়ে পারিবারিক কলহের জেরে ছিনতাই মামলা দেওয়া হয়েছে তাদেরকে।
এছাড়া মামলার ৪ নম্বর আসামি আবু নাঈম বতর্মানে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অথচ ১৮ বছর তার বয়স দেখানো হয়েছে
।