বাড়ছে ভ্যাপসা গরম তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা । sainiktvnews

 

বাড়ছে ভ্যাপসা গরম তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

আজ (রোববার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে খুব কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে শনিবার প্রায় বৃষ্টি হয়নি। শনিবার (১১ জুন) সকাল ৮টা থেকে রবিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বজলুর রশীদ জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 


একই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ আরও বলেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাবে। বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে। 

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম