মানববন্ধনে পোশাক শ্রমিকেরা জিনিসপত্রের দাম বেড়েছে, বেতন বাড়াতে হবেরাজধানীর পুরান ঢাকার স্থানীয় পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধনটির আয়োজন করে ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক পরিষদ।পোশাক কারখানার শ্রমিকেরা বলেন, পুরান ঢাকার সিদ্দিক বাজার, আলু বাজার, নর্থ সাউথ রোডসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট প্রায় ৪০০ কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় সাত থেকে আট হাজার শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের কারও পরিচয়পত্র দেওয়া হয় না। তাঁরা পান না ন্যূনতম মজুরি। এখন জিনিসপত্রের দাম বেড়েছে। যে টাকা বেতন দেওয়া হয়, সেই টাকায় তাঁদের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে নামানববন্ধনে অংশ নেওয়া পোশাকশ্রমিক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, 'এসব লোকাল গার্মেন্টস কারখানার কর্মী হিসেবে আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। কথায় কথায় আমাদের কাজ থেকে বের করে দেওয়া হয়।
মাসিক বেতন দেওয়ার কোনো সিস্টেম নেই। সপ্তাহ শেষে নামমাত্র বেতন দেওয়া হয়।'বাংলাদেশ ওএসকে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, শ্রম আইনের কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না পুরান ঢাকার স্থানীয় পোশাক কারখানার শ্রমিকেরা। অপারেটরদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, পুরান ঢাকার স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকদের ন্যায্যমূল্য দেওয়া হয় না। এ জন্য প্রায় দেড় শ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ঘোষণা করেছেন। এসব শ্রমিক বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। সব জিনিসপত্রের দাম বেড়েছে। যে টাকা বেতন পান শ্রমিকেরা, সেই টাকায় তাঁরা সংসার চালাতে পারছেন না। শ্রমিকদের বেতন বাড়াতে হবে।
সূত্রঃপ্রথম আলো ১১ জুন